ETV Bharat / state

বর্ষশেষেও রাজ্যের 'আমাজনে'র জঙ্গলে' ক্যামেরাবন্দি রয়্যাল বেঙ্গল টাইগার

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 28, 2023, 10:57 AM IST

Updated : Dec 28, 2023, 12:31 PM IST

Neora Valley National Park
ট্র‍্যাপ ক্যামেরায় ধরা দিল দক্ষিণরায়

Neora Valley National Park: ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার ৷ গরুমারা বন্যপ্রাণী বিভাগের অর্ন্তগত নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানে ধরা পড়েছে দক্ষিণরায়ের ছবি ৷ চলতি বছরে জানুয়ারি মাসের পর নভেম্বর ও ডিসেম্বরে ফের ক্যামেরা বন্দি 'বাঘমামা' ৷

জলপাইগুড়ি, 28 ডিসেম্বর: শীত পড়তেই ট্র‍্যাপ ক্যামেরায় ধরা দিল রয়্যাল বেঙ্গল টাইগার। এবার ঘটনাস্থল নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান ৷ তবে সেই ছবিগুলো একই বাঘের কি না তা জানতে মতামত চাওয়া হচ্ছে বন দফতরের থেকে ৷ এর আগেও গরুমারা বন্যপ্রাণী বিভাগের নেওড়া ভ্যালির জাতীয় উদ্যানে বাঘ থাকার একাধিক প্রমাণ মিলেছে। সমতল থেকে 11হাজার ফুট উঁচু নেওড়ার ভ্যালির জঙ্গলকে আমাজনের জঙ্গলের সঙ্গে তুলনা করা হয়।

2017 সালের 19 ডিসেম্বর মাসে প্রথম ছবিটি ধরা পড়ে । লাভা থেকে ঋষভ যাওয়ার পথে প্রথম বাঘের ছবি মোবাইল ক্যামেরায় বন্দি করেছিলেন আনমোল ছেত্রী নামে এক গাড়ির চালক। এরপর থেকে একাধিকবার বন দফতরের পাতা ট্র‍্যাপ ক্যামেরায় ধরা দিয়েছে দক্ষিণরায়। নেওড়া ভ্যালিতে বাঘ থাকার প্রমাণ মিলতেই জঙ্গলের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা ।

গরুমারা বন্যপ্রাণী বিভাগের আধিকারিক দ্বিজোপ্রতীম সেন জানান, বাঘের ছবি ধরা পড়ায় নেওড়া ভ্যালি জঙ্গলে নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে । বনদফতরের পাওয়া তথ্য অনুযায়ী, নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানে বেশ কয়েকবার ট্র‍্যাপ ক্যামেরায় ছবি ধরা পরেছে রয়্যাল বেঙ্গল টাইগারের । চলতি বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে বাঘের ছবি ক্যামেরা বন্দি হয়েছে ৷ তবে এটি একটি বাঘ না কি, আরও আছে তা জানতে বাঘের পায়ের ছাপ সংগ্রহ করা হচ্ছে ৷ বিশেষজ্ঞদেরও পরামর্শ নেওয়া হচ্ছে ৷

2017 সালের পর 2018 সালের 5 জানুয়ারি, 2020 সালের 13 জানুয়ারি, 2021 সালের ডিসেম্বর, জানুয়ারি ও মার্চ মাসেও নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানে বাঘের ছবি ক্যামেরা বন্দি হয়েছে। 2022 সালের 28 অক্টোবর এবং 2023 সালের জানুয়ারি মাসেও ট্র্যাপ ক্যামেরা ধরা পড়ে রয়্যাল বেঙ্গল টাইগার। আবারও নভেম্বর ও ডিসেম্বর মাসে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ধরা পড়েছে ৷ এমনটাই জানা গিয়েছে বনদফতর সূত্রে ৷

আরও পড়ুন:

  1. দার্জিলিং চিড়িয়াখানায় সাইবেরিয়ার টাইগার দম্পতি, বেঙ্গল সাফারি পার্কে আসছে সিংহ
  2. সফল বন দফতরের 2 দিনের চেষ্টা, জঙ্গলে ফিরল 'দক্ষিণরায়'
  3. বাড়ির পাঁচিলে বাঘমামাকে দেখে চক্ষু ছানাবড়া কর্তার, তারপর কী হল! দেখুন ভিডিয়ো
Last Updated :Dec 28, 2023, 12:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.