ETV Bharat / state

কোথায় সোশাল ডিস্টেন্স ! টয়লেট যাওয়ার রাস্তায় রেশন কার্ডের কুপনের লাইন

author img

By

Published : May 31, 2020, 10:44 PM IST

Updated : Jun 1, 2020, 1:22 PM IST

Mainaguri BDO office
টয়লেট যাওয়ার রাস্তায় রেশন কার্ডের কুপনের লাইন

সকাল থেকেই BDO অফিসে রেশন কার্ডের কুপনের জন্য লাইন দিয়ে সাধারণ মানুষ থাকলেও কোন সামাজিক দুরত্ব মানা হচ্ছে না বলে অভিযোগ । এমনকী সাধারণ মানুষকে অত্যন্ত সংকীর্ন জায়গায় দাঁড় করিয়ে টয়লেটের যাবার রাস্তা দিয়ে রেশন কার্ডের প্রক্রিয়া কুপন দেওয়া হচ্ছে ।

জলপাইগুড়ি, 31মে : সারা দেশ জুড়ে লাফে লাফে বাড়ছে কোরোনা সংক্রমণ ৷ কোরোনা মোকাবিলার পাশাপাশি দেশের গতি ফেরাতে ক্রমাগত পাল্টাচ্ছে সরকারের পরিকল্পনা ৷ সংক্রমণ রুখতে কপালে ভাঁজ পড়ছে বিশেষজ্ঞদের ৷ যতদিন না কোরোনার ওষুধ আবিষ্কার হচ্ছে মানুষকেই সচেতন হতে হবে ৷ মাস্ক পরা, হাত স্যনিটাইজ়ড করা, সোশাল ডিস্টেন্স বজায় রাখা ৷ এই নিয়মগুলি জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে নিয়ে বাঁচতে হবে ৷ একথা বারে বারে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী ৷ কিন্তু তা মানুষ মেনে চলছে কই ! ময়নাগুড়ি BDO অফিসে দেখা গেল তেমনই এক উল্টো দৃশ্য ৷

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে দু’জনের কোরোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে । সংক্রমিত এলাকাকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন । সংক্রমিত এলাকাকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন । কিন্তু সাধারণ মানুষের কোন হেলদোল নেই। মুখে মাস্ক নেই । নেই দুরত্ব বজায় রেখে কাজ করার উদ্যোগ । সিভিক ভলেন্টিয়ার থাকলেও তারাও নিরব দর্শক । ময়নাগুড়ির BDO অফিসে এমন বেশ কিছু চিত্র ধরা পড়ল । সকাল থেকেই BDO অফিসে রেশন কার্ডের কুপনের জন্য লাইন দিয়ে সাধারণ মানুষ থাকলেও কোন সামাজিক দুরত্ব মানা হচ্ছে না বলে অভিযোগ । এমনকী সাধারণ মানুষকে অত্যন্ত সংকীর্ন জায়গায় দাড় করিয়ে টয়লেটের যাবার রাস্তা দিয়ে রেশন কার্ডের প্রক্রিয়া কুপন দেওয়া হচ্ছে ।

এক গ্রাহক উৎপল রায় অভিযোগ করেন আমরা রেশন কার্ডের জন্য লাইনে দাড়িয়ে আছি কিন্তু আমাদের টয়লেটে যাবার রাস্তা দিয়ে লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে । অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে আমাদের লাইনে দাঁড় করানো হয়েছে ।

দেখুন ভিডিয়ো

রীতা মুখার্জি নামে এক মহিলা অভিযোগ করে বলেন, ‘‘BDO অফিসেই কোন সোশ্যাল ডিস্টেন্স মানা হচ্ছে না । রেশন কার্ডের জন্য অনেকেই আসছে । কেউ সোস্যাল ডিস্টেন্স মানছেন না । অনেকেরই মুখে মাস্ক নেই । আমরা আতঙ্কিত । মানুষ যদি সচেতন না হয় এখানে ভয়ংকর পরিস্থিতি হয়ে দাঁড়াবে ৷

Last Updated :Jun 1, 2020, 1:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.