ETV Bharat / state

Elephant Died in Train Accident: ট্রেনের ধাক্কায় গর্ভবতী হাতির মৃত্যু, পেট থেকে ছিটকে গেল শাবক

author img

By

Published : Aug 10, 2023, 10:41 AM IST

Updated : Aug 10, 2023, 1:31 PM IST

মর্মান্তিক! রেললাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু গর্ভবতী হাতির ৷ আঘাতের তীব্রতায় পেট থেকে ছিটকে পড়ল শাবক ৷ ঘটনাস্থলেই মৃত্যু মা হাতি ও তার বাচ্চার ৷

Etv Bharat
মা হাতি ও তার বাচ্চা

গর্ভবতী হাতির মৃত্যুতে উত্তরবঙ্গের মুখ্য বনপালের বক্তব্য

জলপাইগুড়ি, 10 অগস্ট: ট্রেনের ধাক্কায় প্রাণ গেল গর্ভবতী হাতির ৷ চাপড়ামারি অভয়ারণ্যে বুধবার রাত 2টো 50 নাগাদ ট্রেনে কাটা পড়ে এই অন্তঃসত্ত্বা হাতিটি । আঘাত এতটাই জোরালো ছিল যে মা হাতিটির পেটের ভিতর থেকে শাবকটিও বেরিয়ে আসে ৷ ঘটনাস্থলেই শাবক-সহ হাতিটির মৃত্যু হয়। ডলোমাইট বোঝাই মালগাড়ির ধাক্কায় বেঘোরে প্রাণ যায় মা ও বাচ্চা হাতির। ডুয়ার্সে ফের একবার ট্রেনের ধাক্কায় এভাবে হাতির মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বন্যপ্রাণ প্রেমীদের মধ্যে ।

বুধবার গভীর রাতে ডুয়ার্সের নাগরাকাটা থেকে চালসাগামী একটি মালগাড়ির ধাক্কায় অন্তঃসত্ত্বা হাতিটির মৃত্যু হয় । রেলের 68 নং পিলারের কাছে ঘটনাটি ঘটে। রেললাইন পেরোতে গিয়েই দুর্ঘটনাটি ঘটেছে বলে রেল সূত্রে খবর ৷ হাতির মৃত্যুর খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন গরুমারা বন্যপ্রাণী বিভাগ ও আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশনের আধিকারিকরা। বৃহস্পতিবার সকালে বন দফতরের কর্মীরা রেলওয়ে ট্র‍্যাক থেকে হাতির মৃতদেহ সরিয়ে রেললাইন সচল করেন। এই ঘটনার জেরে বেশ কয়েকঘণ্টা আলিপুরদুয়ার থেকে শিলিগুড়িগামী ডুয়ার্স রুটে রেল চলাচল বন্ধ থাকে। গরুমারা বন্যপ্রাণী বিভাগের পক্ষ থেকে জানা যায়, মা হাতি ও তার শাবকের ময়নাতদন্তের পর দেহ দাহ করা হবে ।


আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বীরপাড়ার দলগাঁও স্টেশন থেকে ডলোমাইট লোডিং হয় মালগাড়িটিতে । দলগাঁও থেকে শিলিগুড়ির দিকে ট্রেনটি যাবার সময় নাগরাকাটা ও চালসার মাঝে 68 নং রেল পিলারের কাছে দুর্ঘটনাটি ঘটে । ট্রেনের ধাক্কার পর গর্ভবতী মায়ের পেট থেকে হাতির শাবকটি বেরিয়ে চলে আসে ৷ উত্তরবঙ্গের মুখ্য বনপাল (বন্যপ্রাণী) রাজেন্দ্র জাখর জানান, ট্রেনের ধাক্কায় একটি হাতির মৃত্যুর হয়েছে । হাতিটি গর্ভবতী ছিল । আমরা রেলের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলব ।

আরও পড়ুন : গ্রামবাসীদের তাড়া খেয়ে রেলগেট ভেঙে লাইন পেরোল হাতি

Last Updated :Aug 10, 2023, 1:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.