ETV Bharat / state

Heavy Rain in Jalpaiguri: লাগাতার বৃষ্টি জলপাইগুড়িতে, দুর্ভোগে সাধারণ মানুষ

author img

By

Published : Oct 10, 2022, 1:15 PM IST

Dilip Ghosh advises Mamata and Mukul to do Meeting openly
Dilip Ghosh advises Mamata and Mukul to do Meeting openly

পাহাড় ও সমতলে লাগাতার বৃষ্টির জেরে জনজীবন প্রায় স্তব্ধ হয়ে গিয়েছে । রেকর্ড বৃষ্টিপাত (Heavy Rain) হয়েছে কুমারগ্রামে ৷

জলপাইগুড়ি, 10 অক্টোবর: নিম্নচাপের জেরে সিকিম ও উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত হচ্ছে । পাহাড় ও সমতলে বৃষ্টির পুর্বাভাস নিয়ে আগেই আবহাওয়া দফতর থেকে সতর্কতা জারি করা হয়েছিল (Heavy Rain Forecast) । রবিবার থেকেই সিকিম, দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গে লাগাতার মাঝারি ও ভারি বৃষ্টিপাত হয়েই চলেছে । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির ফলে সাধারণ মানুষ খানিকটা আতঙ্কিত হয়েই বাড়ি থেকে বের হয়নি ।

রবিবার রাত থেকে কুমারগ্রামে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে । কুমারগ্রামে বৃষ্টিপাত হয়েছে 315 মিলিমিটার । বর্ষাকালে কোনদিনই এত বৃষ্টি একদিনে হয়নি বলেই জানা গিয়েছে । ঝালং-এ 82.0 মিমি ,ফালাকাটাতে 81.6 মিমি, আলিপুরদুয়ারে 114.6 মিমি, বক্সাদুয়ারে 90.2 মিমি, বারোবিশাতে 75.0 মিমি, জলপাইগুড়িতে 41.2 মিমি, অন্যদিকে সিকিমের মঙ্গনে 183.3 মিমি বৃষ্টিপাত হয়েছে । জলপাইগুড়ি আঞ্চলিক আবহাওয়া দফতর সুত্রে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে । আগামী কয়েক ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে । তাই সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷

লাগাতার বৃষ্টির জেরে জনজীবন প্রায় স্তব্ধ

আরও পড়ুন: বর্ষা বিদায় দূরেই, আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা

এই বৃষ্টির জন্য দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা (people facing problems due to rain) ৷ অটোচালক তপন রায় বলেন, "সকাল থেকে কোন যাত্রী নেই । লাগাতার বৃষ্টি হচ্ছে । কাউকেই রাস্তায় পাচ্ছি না । আজ সারাদিনটাই মনে হবে এভাবেই কেটে যাবে।" ই-রিক্সা চালক গলেন বর্মন বলেন, "এই সময়ে বৃষ্টি হয় না । গতকাল থেকে লাগাতার বৃষ্টি হয়েই যাচ্ছে । টোটো নিয়ে বেরিয়েছি । ঘুরেই যাচ্ছি কিন্তু যাত্রী নেই । সারাদিন কোনও রোজগারই হবে না মনে হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.