ETV Bharat / state

duare sarkar : জল, কাদা পেরিয়ে দুয়ারে সরকারের ক্যাম্পে; চরম অব্যবস্থা জলপাইগুড়িতে

author img

By

Published : Aug 23, 2021, 11:02 PM IST

খালি পা ৷ হাতে জুতো ৷ কাদায় পায়ের গোড়ালি পর্যন্ত ডুবে যাচ্ছে ৷ কাদা পেরিয়ে আবার জল ৷ কখনও আবার কাদা পা নর্দমার জলে ধুয়ে নিতে হচ্ছে ৷ তার উপর করোনা সংক্রমণের ভয় ৷ জলপাইগুড়ির সদর ব্লকের পাতকাটা আর আর প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারে সরকারের ক্যাম্পে এমন ছবিই দেখা গেল ৷

চরম অব্যবস্থা জলপাইগুড়িতে
চরম অব্যবস্থা জলপাইগুড়িতে

জলপাইগুড়ি, 23 অগস্ট : দুয়ারে সরকারের ক্যাম্পে যেতে হলে জুতো খুলে যেতে হবে । নইলে সমস্যায় পড়তে পারেন আপনি । হ্যাঁ,ঠিকই শুনেছেন ৷ আবার নর্মদার জলে পা ধুয়েও আসতে হতে পারে ৷ অবাক হচ্ছেন ? এরকমই ছবি দেখা গেল দুয়ারের সরকারের একটি ক্যাম্পে ৷ স্থান জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা আর আর প্রাথমিক বিদ্যালয় ৷ এখানেই দুয়ারের সরকারের ক্যাম্প করা হয়েছে ৷ কিন্তু, সেখানকার অবস্থা দেখলে আপনার চোখ কপালে উঠবে ৷



হাতে জুতো ৷ পায়ের গোড়ালি পর্যন্ত কাদায় ডুবে গিয়েছে ৷ এভাবেই জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা আর আর প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারে সরকারের ক্যাম্পে যাচ্ছেন সাধারণ মানুষ ৷ কখনও আবার জলের মধ্যে লাইনে দাঁড়াতে হচ্ছে ফর্মের জন্য ৷ সেখান থেকে বেরিয়ে ফের কাদায় মধ্যে পা ডুবিয়েই বাড়ি ফিরতে হচ্ছে ৷ অনেকে আবার নোংরা নর্দমার জলে পা ধুয়ে নিচ্ছে ৷ তার উপর সেখানে ক্যাম্পের বাইরে কোনও শেডের ব্যবস্থা করা হয়নি ৷ বৃষ্টির মধ্যে লাইনে দাঁড়িয়ে ভিজতে হচ্ছে ৷ ছাতাতেও হচ্ছে না ৷ এই চরম অব্যবস্থার মধ্যেও ক্যাম্পে যেতে হচ্ছে ৷ কারণ পেট বড় বালাই ৷ পেটের দায়ে বাধ্য হয়ে কাদা পায়ে মেখেই বাচ্চা কোলে নিয়েই ক্যাম্পে আসতে হচ্ছে মানুষকে ৷ আবার ক্যাম্পে থেকে বেরিয়ে নর্দমার জলে পা ধুয়ে বাড়ি ফিরতে হচ্ছে । তার উপর ভিড়ও কম হচ্ছে না ৷ করোনা পরিস্থিতিতে যা চিন্তার বিষয় ৷ সাধারণ মানুষের দাবি, সমস্ত পরিস্থিতি দেখে যেন ব্যবস্থা নেওয়া হয় ৷ তাহলে খুব সুবিধা হয় ৷ তার উপর ক্যাম্পে পর্যাপ্ত লোক নেই বলে অভিযোগ উঠছে ৷ এত কষ্টে ভোর থেকে লাইন দিয়ে কাজ মিটছে না বলে অভিযোগ ৷

এই বিষয়ে উপভোক্তা জলি দে সরকার বলেন, এত ভিড় ৷ অথচ কোনও ব্যবস্থা নেই । পঞ্চায়েতকে ফর্ম দিয়ে দিলে আমরা অনেক সুবিধা মতো কাজ করতে পারতাম । এখন জল কাদার মধ্যে দাঁড়িয়ে ফর্ম ফিলাপ করতে হচ্ছে । কাকে দিয়ে ফর্ম ফিলাপ করব । কী করব বুঝতে পারছি না । সরকার টাকা দিচ্ছে । পেটের দায়ে আসতে হয়েছে ৷ যদি 500 টাকা পাই ।

দীপা রায়, স্নেহা টুপনু জানান, লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিলাপ করার জন্য এসেছি ৷ সরকার যদি রাস্তার পাশে এই ক্যাম্প করত, তাহলে ভাল হত ৷ করোনার মধ্যে এত ভিড় ৷ জল কাদার মধ্যে এই ব্যবস্থা করেছে । সরকারের বিষয়টি দেখা উচিৎ ছিল । একই বক্তব্য বিজয় যাদবের ৷ বলেন, "চূড়ান্ত অব্যবস্থা দুয়ারে সরকারের ক্যাম্পে । কাকে দিয়ে ফর্ম ফিলাপ করাব, বুঝে উঠতে পারছি না । খালি পায়ে ঘুরতে হচ্ছে ৷ সরকারের নিয়ম শৃঙ্খলা বলে কিছু নেই । কাদার মধ্যে দিয়েই যেতে হচ্ছে । বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে দাঁড়াতে হচ্ছে ৷ সুষ্ঠভাবে হলে ভাল হত।"

জল, কাদা পেরিয়ে যেতে হচ্ছে দুয়ারে সরকারের ক্যাম্পে, চরম অব্যবস্থার ছবি জলপাইগুড়িতে
দুয়ারে সরকারের ক্যাম্পে যে ধরনের ভিড় হচ্ছে, তাতে করে করোনা বাড়তে পারে । এমন প্রশ্নের উত্তরে উত্তরবঙ্গের স্বাস্থ্য দফতরের ওএসডি সুশান্ত রায় বলেন, "দুয়ারে সরকারের প্রথম দিন যে ভিড়টা ছিল, এখন তা নেই । এখন দুয়ারে সরকারের ক্যাম্পগুলোকে বাড়িয়ে দেওয়া হয়েছে । আর অনেকেরই দ্বিতীয় ডোজ় দেওয়া হয়ে গিয়েছে ৷ তাই আমরা অনেকেটাই ভাল জায়গায় আছি ।"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.