ETV Bharat / state

কাজের দাবিতে SDO অফিসে বিক্ষোভ পরিযায়ী শ্রমিকদের

author img

By

Published : Jul 3, 2020, 10:53 PM IST

ভিন রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভ মহকুমা শাসকের দপ্তরের সামনে ।

 Migrant workers protesting at the SDO office demanding work
Migrant workers protesting at the SDO office demanding work

জলপাইগুড়ি, 3 জুলাই : লকডাউনে কর্মহারা পরিযায়ী শ্রমিকদের কাজের দাবিতে বিক্ষোভ । তারা জলপাইগুড়ি সদর মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় । প্রায় জনা তিরিশেক পরিযায়ী শ্রমিক এদিন উপস্থিত ছিল ।

পরিযায়ী শ্রমিকরা বলে, আমরা ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিলাম । লকডাউনের কারণে ওখানকার কাজ ছেড়ে চলে আসতে হয় । কিন্তু এখানে এসে আমরা কর্মহীন হয়ে পড়েছি । তাই বাধ্য হয়ে মহকুমা শাসকের দারস্থ হয়েছি ।

পরিযায়ী শ্রমিক হায়দার আলি, শিবু রায়, রবীন্দ্রনাথ সরকার দাবি করেন, পরিযায়ী শ্রমিক কল্যাণে সরকারের জনকল্যাণমুখী প্রকল্প সমূহ অবিলম্বে ব্যবহার করতে হবে । পরিযায়ী শ্রমিকদের বরাদ্দ রেশন নিয়ে টালবাহানা বন্ধ করতে হবে । যাদের রেশন কার্ড নেই তাদের রেশন কার্ডসহ প্রয়োজনীয় সামগ্রী প্রদান করতে হবে । বিকল্প কর্ম সংস্থান করতে হবে । না হলে 100 দিনের প্রকল্পের কাজের ব্যবস্থা করে দিতে হবে । এছাড়া পরিযায়ী শ্রমিকরা যে সমস্ত জায়গায় কাজ করত সেই সমস্ত জায়গা থেকে বকেয়া প্রদানে সরকারকে সাহায্য করতে হবে ।

এ প্রসঙ্গে মহকুমা শাসক রঞ্জন কুমার দাস বিষয়টিকে খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.