ETV Bharat / state

Jalpaiguri Covid Awareness Program : করোনা সচেতেনতায় রাস্তায় জলপাইগুড়ির পুলিশ সুপার

author img

By

Published : Dec 31, 2021, 9:18 PM IST

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তায় নামলেন জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত (Jalpaiguri Police Superintendent at awareness program of covid 19) ৷ মাস্ক না পরলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি ৷

Jalpaiguri Police Superintendent at awareness program of covid 19
Jalpaiguri Covid Awareness Program : করোনা সচেতেনতায় রাস্তায় জলপাইগুড়ির পুলিশ সুপার

জলপাইগুড়ি, 31 ডিসেম্বর : ফের বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ । মাস্ক ছাড়াই ঘুরছে শহরবাসী । শহরবাসীকে সচেতন করতে পথে নামলেন জলপাইগুড়ির পুলিশ সুপার (Jalpaiguri Police Superintendent at awareness program of covid 19) ।

এদিন করোনা সচেতেনতা বৃদ্ধি করতে জেলা পুলিশের পক্ষ থেকে র‍্যালির আয়োজন করা হয় (Jalpaiguri Covid Awareness Program) । রাস্তায় নামলেন পুলিশ সুপার,অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসপি-সহ অন্যান্যরা । মাক্সহীনদের মাস্ক দিলেন পুলিশ সুপার । সঙ্গে শহর জুড়ে মাইকিং করা হল পুলিশের পক্ষ থেকে ।

এদিন জলপাইগুড়ি থানা মোড় থেকে জেলা পুলিশের পক্ষ থেকে একটি মিছিল বের করা হয় । থানা মোড় থেকে জলপাইগুড়ি জেলা পুলিশ একটি সচেতনতামূলক র‍্যালি ও মাইকিং-এর আয়োজন করে ৷ থানা মোড়, ডিবিসি রোড হয়ে কদমতলা মোড়, বেগুনটারি মোড় হয়ে ফের থানা মোড়ে মিছিলটি শেষ হয় ।

জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, ‘‘জেলার প্রত্যেকটি থানা এলাকাতেই আমরা প্রচার করছি । আমরা লক্ষ্য করছি অনেকেই মাস্ক পরছেন । অনেকেই মাস্ক পড়ার একটা অভ্যাস করে ফেলেছেন ৷ কিন্তু অনেকেই মাস্ক পরছেন না । আমরা জেলা জুড়েই করোনা নিয়ে সচেতনতা গড়ে তুলছি । যাঁরা মাস্ক পরছেন না, তাঁদের মাস্ক পরার কথা বলা হচ্ছে ।’’

আরও পড়ুন : Theft in Jalpaiguri : জলপাইগুড়িতে একাধিক চুরির ঘটনার কিনারা, উদ্ধার 10 লাখ টাকার সোনা

তাঁর দাবি, ‘‘এর আগেও আমরা কড়া পদক্ষেপ নিয়েছি । মানুষ যদি সচেতন না হন, মাস্ক না পরেন, তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব । আমরা চাই সবাই সচেতন হোক ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.