ETV Bharat / state

পর্যটকদের তথ্য দ্রুত পেতে অ্যাপ আনছে জলপাইগুড়ি পুলিশ

author img

By

Published : Jul 15, 2021, 10:13 PM IST

Jalpaiguri police is bringing app to get information of tourists quickly
দ্রুত পর্যটকদের তথ্য পেতে অ্যাপ আনছে জলপাইগুড়ি পুলিশ

ডুয়ার্সে বেড়াতে যাওয়া পর্যটকদের তথ্য দ্রুত পুলিশের কাছে পৌঁছে দিতে একটি বিশেষ অ্যাপ আনছে জলপাইগুড়ি প্রশাসন ৷ পর্যটকরা হোটেলে ওঠার সময় যে তথ্য দেবেন, সেটা তৎক্ষণাৎ হোটেল কর্তৃপক্ষ ওই অ্যাপে তুলে দেবে ৷ আগে হোটেলের রেজিস্টার নিয়ে থানায় যেতে হত কর্তৃপক্ষকে ৷ এবার সেই ঝক্কি কমে গেল ৷

জলপাইগুড়ি, 15 জুলাই : জলপাইগুড়িতে ঘুরতে যাওয়া পর্যটকদের সম্পর্কে তথ্য জানতে এবার টেকনোলজির সাহায্য নিতে চলেছে পুলিশ প্রশাসন ৷ তার জন্য একটি বিশেষ অ্যাপ আনছে জলপাইগুড়ি পুলিশ ৷ জলপাইগুড়ির রিসর্ট ও হোটেলে ওঠা পর্যটকদের দেওয়া তথ্য এবার সরাসরি ওই অ্যাপে তুলে দিতে পারবেন হোটেল ও রিসর্ট কর্তৃপক্ষ ৷ আলাদা করে রেজিস্টার নিয়ে কর্তৃপক্ষকে আর থানায় ছুটতে হবে না । সেই অ্য়াপ থেকেই পুলিশ পর্যটকদের যাবতীয় তথ্য পেয়ে যাবে । প্রসঙ্গত, প্রত্যেক হোটেল ও রিসর্টে ওঠা পর্যটকদের তথ্য স্থানীয় থানায় জমা দিতে হয় হোটেল কর্তৃপক্ষকে ৷ সন্দেহভাজন পর্যটকদের গতিবিধির উপর নজরে রাখতে এই তথ্য নেওয়া হয় । কিন্তু, নতুন এই অ্যাপ কার্যকর করতে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ইন্টারনেট পরিষেবা ৷

প্রতিবছর ডুয়ার্সে অসংখ্য পর্যটক বেড়াতে যান । ডুয়ার্সের রিসর্ট ও হোটেলেগুলিতে ভিনরাজ্য থেকে প্রচুর পর্যটক এসে ওঠেন । হোটেল কর্তৃপক্ষকে পর্যটকদের যাবতীয় তথ্য তাদের রেজিস্টারে তুলে রাখতে হয় । এর পর থানায় গিয়ে সেই তথ্য দিয়ে আসতে হয় হোটেল কর্তৃপক্ষকে । এতে পরিশ্রম যেমন হয়, তেমনি সময়েরও অপচয় হয় ৷ তাই সময় বাঁচাতে এবং পরিশ্রম কমাতে একটি অ্যাপ নিয়ে আসছে জলপাইগুড়ি পুলিশ ৷ যেখানে সরাসরি পর্যটকদের তথ্য ওই অ্য়াপের মাধ্যমে পুলিশের কাছে পাঠিয়ে দিতে পারবে হোটেল কর্তৃপক্ষ ৷ সেখানে পর্যটকদের পরিচয় থেকে শুরু করে ঠিকানা সব তথ্য জানানোর ব্যবস্থা থাকছে ৷ পুলিশ প্রশাসন অ্যাপ থেকেই প্রয়োজন মতো পর্যটকদের সম্পর্কে জানতে পারবে ৷ সেই মতো কোনও সন্দেহভাজন ব্যক্তির উপর নজরও রাখতে পারবে পুলিশ ৷ এর ফলে কম সময়ের মধ্যে পুলিশ তার কাজ করতে পারবে ৷

অতীতে দেখা গিয়েছে, বিভিন্ন সময় নাশকতা বা কোনও ক্রাইম করে বা করার উদ্দেশ্যে পর্যটক সেজে থাকে দুষ্কৃতীরা ৷ সেই রকম সন্দেহভাজন কোনও ব্যক্তির তথ্য পুলিশের কাছে আসার আগেই, নয় অপরাধ হয়ে যায় ৷ আর তা না হলে অপরাধ করে লুকিয়ে থাকা অপরাধী সেখান থেকে পালিয়ে যায় ৷ তাই এবার থেকে সকল পর্যটকের তথ্য আগে থেকে হাতে রাখতে চাইছে জেলা পুলিশ প্রশাসন । জলপাইগুড়ি জেলায় বিশেষ করে গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন ময়নাগুড়ি, মালবাজারের লাটাগুড়ি, মেটেলি থানার মূর্তি, ধুপঝোরা সহ জলপাইগুড়ি শহরের হোটেলগুলিতে পর্যটকরা গিয়ে ওঠে ৷ প্রসঙ্গত, বর্তমান পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন জায়গায় পর্যটক সেজে থেকে নাশকতার ছক কষছে বিভিন্ন গোষ্ঠী । তাই সেই নিয়ে বাড়তি সতর্কতা হিসেবে পুলিশ জলপাইগুড়ির হোটেলে ওঠা পর্যটকদের তথ্য আগে থেকে নিজেদের কাছে রাখতে চাইছে ৷ সেই মতো সকল পর্যটকদের তথ্য যাচাই করে দেখবে পুলিশ প্রশাসন ৷

পর্যটকদের তথ্য দ্রুত পেতে অ্যাপ আনছে জলপাইগুড়ি পুলিশ

আরও পড়ুন : নেই ভক্তদের ভিড়, পরিস্থিতি স্বাভাবিকের আশায় জল্পেশের পুরোহিতরা

জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, ‘‘আমরা একটি সফটওয়্যার ট্রায়াল করছি । তাতে আমরা জলপাইগুড়ি জেলার কোতয়ালি, মালবাজার, মেটেলি ও ময়নাগুড়ি থানা এলাকায় এই কাজটা করব । এই সমস্ত এলাকায় যে সব হোটেল ও রিসর্ট আছে সেখানে আসা পর্যটকদের তথ্য আমরা আমাদের অ্যাপে নিয়ে নেব । কারণ সারাদিন পর্যটক আসার পর, রাতে হোটেল মালিকরা থানায় এসে রেজিস্টার নিয়ে এসে দেখিয়ে যেতেন । এবার থেকে পর্যটক এলেই আমরা তাঁদের সব তথ্য পেয়ে যাব । আমরা ট্রায়াল করছি । ডুয়ার্সের বিভিন্ন জায়গায় নেটওয়ার্কের একটা সমস্যা রয়েছে । বিশেষ করে ডুয়ার্সের জঙ্গল লাগোয়া এলাকায় নেটওয়ার্কের একটা সমস্যা আছে । সব ঠিক ঠাক থাকলে এক মাসের মধ্যেই এই অ্যাপ নামাতে পারব ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.