ETV Bharat / state

Vehicles for HS Examinees: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তায় গাড়ির ব্যবস্থা জলপাইগুড়ি বিভাগীয় বন দফতরের

author img

By

Published : Mar 14, 2023, 11:32 AM IST

Updated : Mar 14, 2023, 1:11 PM IST

জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের জঙ্গল এলাকার পরীক্ষার্থীদের জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা (Vehicles for HS Examinee) করল জলপাইগুড়ি বিভাগীয় বন দফতর ৷ হাতির হানা থেকে পরীক্ষার্থীদের বাঁচাতে প্রশাসনের মদতে এই ব্যবস্থা করা হয়েছে ৷

Vehicles for HS Examinee ETV BHARAT
Vehicles for HS Examinee

জলপাইগুড়ি, 14 মার্চ: হাতির আক্রমণে মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বনদফতরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল ৷ সেই থেকে শিক্ষা নিয়ে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আরও সতর্ক হল বন দফতর ও জলপাইগুড়ি জেলা প্রশাসন ৷ সেখানকার প্রত্যন্ত এলাকা, চা বাগান ও বনবস্তি এলাকার 3 হাজার 972 জন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে (Forest Department Arrange Vehicles for HS Examinee) ৷ মোট 110টি গাড়ির ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

পাশাপাশি বনবস্তি এলাকায় বন্য প্রাণীদের নিয়ে কাজ করে এমন স্বেচ্ছাসেবী সংগঠনগুলির সহযোগিতা নেওয়া হচ্ছে বন দফতরের তরফে ৷ বনবস্তি ও হাতির করিডোর দিয়ে যাতায়াতকারী পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ির বিভাগীয় বনাধিকারিক বিকাশ বিজয় ৷ আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় জঙ্গল লাগোয়া এলাকায় বন্যপ্রাণীদের সংঘাত এড়াতে চলছে বনকর্মীদের বিশেষ নজরদারি ৷

জলপাইগুড়ি বিভাগীয় বন দফতরের অধীনে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় মোট 16টি হাতির করিডোর রয়েছে ৷ এর মধ্যে মোরাঘাট এলাকা থেকে 24 জন পড়ুয়া উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ৷ কলাবাড়ি এলাকায় 110 জন, দলগাওয়ে 51 জন ও কালামাটিতে 5 জন পরীক্ষার্থী রয়েছে ৷ বনবিভাগের পক্ষ থেকে পরীক্ষার্থীদের নিয়ে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে ৷ বনদফতরের কাছে 25টি গাড়ি রয়েছে ৷ পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে পৌঁছে দিতে এবং পরীক্ষা শেষে নিয়ে আসার জন্য আরও 10টি গাড়ি প্রশাসনের কাছ থেকে নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: চোখের সামনে হাতি ছেলেকে তুলে আছাড় মারল, আক্ষেপ বিষ্ণু দাসের

জলপাইগুড়ি বিভাগীয় দফতরের অধীনে থাকা 16টি রেঞ্জ এলাকায় একদিন ধরে ছাত্রছাত্রী ও অভিভাবকদের সচেতেনতার জন্য মাইকিং করা হয়েছে ৷ জলপাইগুড়ির বিভাগীয় বনাধিকারিক বিকাশ বিজয় জানিয়েছেন, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার ডিভিশনে 16টি করিডোর রয়েছে ৷ জলপাইগুড়ি জেলায় স্পর্শকাতর করিডোর হল মোরাঘাট এলাকা ৷ সেখানে 30টির বেশি হাতি আছে ৷ কোনভাবেই যাতে হাতি লোকালয়ে না-আসে, সেই চেষ্টা চালানো হচ্ছে ৷ পাশাপাশি, জঙ্গলের যে সব রাস্তা দিয়ে লোকজন যাতায়াত করে পরীক্ষা চলাকালীন জঙ্গলের সেই রাস্তাগুলি ড্রপগেট দিয়ে আটকে দেওয়া হয়েছে ৷ অন্যদিকে, আলিপুরদুয়ার জেলার বক্সা ও জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন বনবস্তি এলাকার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যও বিশেষ ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে ৷

Last Updated : Mar 14, 2023, 1:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.