ETV Bharat / state

Additional DM Death Threat: অতিরিক্ত জেলাশাসককে প্রাণনাশের হুমকির ঘটনায় মিলল গুলির চিহ্ন

author img

By

Published : Mar 31, 2023, 11:04 PM IST

অফিসে ঢুকে ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অতিরিক্ত জেলাশাসককে প্রাণনাশের হুমকির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ৷ অফিসে মিলল গুলির চিহ্ন ৷ শুক্রবার নতুন করে দু’টো কাঁচের জানালায় গর্ত এবং স্টিলের আলমারিতে গুলির চিহ্ন দেখতে পেয়েছেন দফতরের কর্মীরা ।

Etv Bharat
কর্মীদের তল্লাশি

জলপাইগুড়ি, 31 মার্চ: অফিসে ঢুকে অতিরিক্ত জেলাশাসককে প্রাণে মারার হুমকির ঘটনায় তদন্ত শুরু হয়েছে ৷ সেই তদন্তে অফিসের মধ্যে আরও দু'জায়গায় মিলল গুলির চিহ্ন ৷ যা দেখেই চক্ষু চড়কগাছ পুলিশের । ইতিমধ্যেই অতিরিক্ত জেলাশাসকের অফিসের গুলির চিহ্নের তদন্তে ব্যালেস্টিক এক্সপার্টদের ডাকা হয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার উমেশ গণপত খান্ডবাহালে । শুক্রবার নতুন করে দু'টো কাঁচের জানালায় গর্ত এবং স্টিলের আলমারিতে গুলির চিহ্ন দেখতে পেয়েছেন দফতরের কর্মীরা ।

ইতিমধ্যেই খোঁজ নিতে প্রাতিষ্ঠানিক বিভাগে এসেছেন অতিরিক্ত জেলাশাসক রঞ্জন চক্রবর্তী । কোতয়ালি থানার পুলিশ কর্মীরাও গুলির তদন্তে আসেন । যেখানে গুলির দাগ পাওয়া গিয়েছে সেই জায়গা চিহ্নিত করে রাখা হয়েছে । বিল্ডিংয়ের পিছনের দিক থেকেই এই গুলি ছোড়া হয়ে থাকতে পারে বলে অনুমান পুলিশের । জেলা ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অফিসে ঢুকে প্রাণে মারার হুমকির ঘটনার পর অতিরিক্ত জেলাশাসকের দফতরে 12টি সিসিটিভি বসানোর কাজ শুরু করা হয়েছে ৷
এই প্রসঙ্গে জলপাইগুড়ি জেলার ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অতিরিক্ত জেলাশাসক রঞ্জন চক্রবর্তী বলেন, "আমি যা জানানোর পুলিশ ও জেলাশাসককে জানিয়েছি । যা বলার পুলিশ বলবে । আমি আর কোনও মন্তব্য করব না ।" ঘটনা প্রসঙ্গে জলপাইগুড়ির পুলিশ সুপার খান্ডালবাহালে উমেশ গণপত জানান, অতিরিক্ত জেলাশাসককে অফিসে ঢুকে প্রাণে মারার হুমকির ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে ।

আরও পড়ুন : অতিরিক্ত জেলাশাসকের অফিসে গুলির চিহ্ন, তদন্তে ব্যালেস্টিক বিশেষজ্ঞ

অভিযোগ, গত মঙ্গলবার ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অতিরিক্ত জেলাশাসক রঞ্জন চক্রবর্তীকে তার অফিসে ঢুকে প্রাণে মারার হুমকি দেওয়া হয় । পরেরদিন অতিরিক্ত জেলাশাসকের দফতরের তিনতলার প্রাতিষ্ঠানিক বিভাগে ঘরের জানালার কাঁচে এবং ও উলটো দিকে থাকা আলমারিতে ছোট গুলির ছিদ্র দেখতে পান দফতরের কর্মীরা । এই ছিদ্র আদৌ গুলির কীনা তা খতিয়ে দেখছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.