ETV Bharat / state

Dilip on Hill Strike: পাহাড়ের বনধ নিয়ে বিনয়দের পালটা কটাক্ষ দিলীপের

author img

By

Published : Feb 21, 2023, 7:38 PM IST

পাহাড়ের বনধ ডাকা নিয়ে এবার বিনয় তামাংদের কটাক্ষ (Dilip on Hill Strike) করলেন দিলীপ ঘোষ ৷ কটাক্ষ করলেন, টাকা কামাতে এই বনধ ডেকেছে বিনয়রা ৷

Dilip on Hill Strike ETV BHARAT
Dilip on Hill Strike ETV BHARAT

পাহাড়ের বনধকে কটাক্ষ দিলীপের

জলপাইগুড়ি, 21 ফেব্রুয়ারি: আগামী 23 ফেব্রুয়ারি পাহাড়ে ফের বনধ ডেকেছে বিরোধীরা ৷ যার নেতৃত্ব দিচ্ছেন বিনয় তামাং ৷ এই ইস্যুতে পালটা বিনয় তামাংকে সুবিধাবাদী বলে নিশানা করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির কটাক্ষ, রোজ রোজ দলবদল করলে এমনই পরিস্থিতি তৈরি হয় ৷ দিলীপের স্পষ্ট বক্তব্য, বিনয় তামাং এবং পাহাড়ের অন্যান্য দলগুলিকে ঠিক করতে হবে, তারা কাদের সঙ্গে থাকবে ৷ পাশাপাশি, বিনয় তামাংয়ের ডাকা 12 ঘণ্টার বনধকে ফান্ড কালেকশনের ফান্ডা (Hill Strike is Money Making Tricks) বলে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ ৷

ছয় বছর পর ফের পাহাড়ে বনধ ডাকল বিরোধী দলগুলি ৷ 6 বছর আগে বিমল গুরুংয়ের ডাকা সশস্ত্র বনধের ইতি ঘটিয়েছিলেন বিনয় তামাং ৷ এবার সেই বিনয় তামাংয়ের নেতৃত্বেই এদিন জিটিএ-র 9 সভাসদ 24 ঘণ্টার অনশনে বসেছেন, বিধানসভায় বাংলাভাগ বিরোধী বিলের পেশের প্রতিবাদে ৷ আর এই ইস্যুতে সেই বিনয় তামাংই 23 ফেব্রুয়ারি পাহাড়ের জনজীবনকে অচল করতে 12 ঘণ্টার বনধ ডাকা হয়েছে ৷ যদিও, পাহাড়কে ফের অচল করতে দেবেন না বলে এদিন শিলিগুড়ির সভা থেকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একই কথা বলেছেন, জিটিএ চিফ এক্সিকিউটিভ অনিত থাপা ৷

তবে, এই বনধের পক্ষে বা বিপক্ষে কোনও কথাই বললেন না দিলীপ ৷ পালটা বিনয় তামাংকে একহাত নিলেন ৷ তাঁর বারংবার দল বদলকে কটাক্ষ করলেন দিলীপ ৷ জানালেন, স্বার্থ সিদ্ধি করতে বারেবারে দলবদল করেন বিনয় তামাং ৷ আর সেই কারণেই তাঁর এই পরিস্থিতি বলে জানিয়েছেন দিলীপ ঘোষ ৷ তাঁর প্রশ্ন, ‘‘কেন গিয়েছিলেন তৃণমূলের সঙ্গে ? যদি গরিব মানুষের জন্য কাজ করতে না পারেন ৷ সবই পয়সা কামানোর ধান্দা ৷ এখন এসব করছেন কারণ, ফান্ড চাই ৷ অনেকদিন উপোস করে আছেন ৷ ওখানকার মানুষকে ভাবতে হবে তাঁরা কী করবেন ৷’’

আরও পড়ুন: 23 ফেব্রুয়ারি পাহাড়ে বনধ ডাকল বিরোধীরা, পালটা হুঁশিয়ারি অনিত থাপার

এদিন বিনয় তামাং, হামরো পার্টির 7 জন জিটিএ সদস্য-সহ 9 জন 24 ঘণ্টার অনশনে বসেছেন দার্জিলিঙে ৷ তাঁদের অভিযোগ, অনৈতিকভাবে বাংলাভাগের বিরুদ্ধে বিল বিধানসভায় পেশ করেছে রাজ্য সরকার ৷ এদিন পাহাড়ের বিজেপি নেতৃত্বও বিনয় তামাংদের সমর্থন জানিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.