ETV Bharat / state

Suvendu on Governor: দিল্লি গিয়ে 355 ধারার সুপারিশ করুন, রাজ্যপালকে পরামর্শ শুভেন্দুর

author img

By

Published : Jul 3, 2023, 10:43 PM IST

Suvendu on Governor Basanti Visits ETV BHARAT
Suvendu on Governor Basanti Visits

দিল্লি গিয়ে রাজ্যে 355 ধারা লাগুর সুপারিশ করতে রাজ্যপালকে পরামর্শ শুভেন্দু অধিকারীর ৷ আজ ধূপগুড়ির জনসভা থেকে তিনি বলেন, রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজ্যপালের উচিত 355 ধারা লাগুর জন্য সুপারিশ করা ৷

রাজ্যপালকে স্বরাষ্ট্রমন্ত্রকে 355 ধারা সুপারিশ করতে পরামর্শ শুভেন্দু অধিকারীর

ধূপগুড়ি, 3 জুলাই: বাসন্তীতে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ যা নিয়ে রাজ্যপালকে পালটা পরামর্শ দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ ধূপগুড়িতে পঞ্চায়েতের প্রচারে গিয়ে শুভেন্দু জানালেন, রাজ্যপালের উচিত স্পেশাল ফ্লাইটে দিল্লি যাওয়া এবং 355 ধারার জন্য সুপারিশ করুন ৷ মূলত, রাজ্যে নির্বাচনকে ঘিরে যে একের পর এক হিংসা ও প্রাণহানির ঘটনা ঘটছে ৷ তার প্রেক্ষিতেই এ দিন রাজ্যপালকে 355-র সুপারিশ করার পরামর্শ দেন শুভেন্দু ৷

উল্লেখ্য, শনিবার রাতে দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে তৃণমূল কর্মী জিয়ারুল মোল্লাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা ৷ যে ঘটনায় রবিবার দিনভর উত্তপ্ত ছিল বাসন্তী ৷ এলাকায় পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ৷ এই ঘটনার পর আজ বাসন্তীতে মৃত তৃণমূল কর্মী জিয়ারুলের পরিবারের সঙ্গে দেখা করতে যান রাজ্যপাল ৷ যদিও, পুলিশ তাঁকে অনুরোধ করে মৃত তৃণমূল নেতার বাড়িতে না যাওয়ার জন্য ৷ মূলত নিরাপত্তার কারণেই পুলিশ রাজ্যপালকে আটকায় বলে জানানো হয়েছে ৷

কিন্তু, জিয়ারুলের মেয়ে মানোয়ারা পিয়াদাকে বাসন্তীর সার্কিট হাউসে ডেকে পাঠান রাজ্যপাল ৷ সেখানেই তিনি জিয়ারুলের পরিবারের সঙ্গে দেখা করেন ৷ রাজ্যপালের বাসন্তী সফর নিয়েই এ দিন বিরোধী দলনেতা নিজের মত পেশ করেন ৷ তিনি বলেন, ‘‘উনি নিজের মতো করে চেষ্টা করছেন ৷ যতটা পারেন চেষ্টা করছেন আইনশৃঙ্খলা যাতে বজায় থাকে ৷ কিন্তু, আমি বলব 355-র জন্য সুপারিশ করুন ৷ বিশেষ বিমানে দিল্লি যান ৷ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে 355-র সুপারিশ করুন ৷’’ তাঁর পরামর্শ এখানে ওখানে না ঘুরে, আসল কাজটা করুন রাজ্যপাল ৷

আরও পড়ুন: নিহত তৃণমূল কর্মীর বাড়ি যেতে পারলেন না রাজ্যপাল, প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ পরিবারের

সোমবার পঞ্চায়েত নির্বাচনের প্রচারে ধূপগুড়ি ব্লকে জনসভা করেন বিরোধী দলনেতা ৷ সেখানে গৌতম দেব, জলপাইগুড়ির তৃণমূল জেলা সম্পাদক রাজেশ সিং-সহ অন্যান্য নেতাদের একহাত নেন শুভেন্দু ৷ তিস্তা নদীর চর থেকে বালি ও পাথর চুরির অভিযোগে তৃণমূল নেতাদের নিশানা করেন তিনি ৷ অভিযোগ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মদতে বড় বড় গাড়ি চড়ে বেড়াচ্ছে তৃণমূলের নেতারা ৷ যারা একসময় সাইকেলে করে ঘুরতেন ৷ আর সেসবই হয়েছে বালিপাচারের টাকায় ৷ এ নিয়ে জলপাইগুড়ির বিভিন্ন থানার আইসি-দের একহাত নেন ৷ অভিযোগ করেন, আইসি-দের মদতেই এই চোরাকারবার বেড়ে উঠছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.