ETV Bharat / state

Elephant Attack in Binnaguri: রান্নাঘর থেকে হাসপাতাল, বিন্নাগুড়ি সেনাছাউনিতে দাপিয়ে বেড়াচ্ছে গজরাজ

author img

By

Published : Sep 5, 2022, 7:53 PM IST

সম্প্রতি সেনা হাসপাতালে হাতি ঢুকে পড়ার ছবি ও ভিডিয়ো ভাইরাল (Elephant Viral Video) হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত। এবার বিন্নাগুড়ি সেনাছাউনির (Binnaguri Army Camp) পাশেই জঙ্গল থাকায় হাতির দল সহজেই সেখানে হানা দেয়। মাঝে-মধ্যে ক্যান্টিনে ঢুকে খাবার খাওয়া যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

Elephant Attack in Binnaguri
বিন্নাগুড়ি সেনাছাউনিতে তাণ্ডব

জলপাইগুড়ি, 5 সেপ্টেম্বর: বিন্নাগুড়ি সেনা ছাউনিতে (Binnaguri Army Camp) হাতির হানায় তটস্থ সেনা জওয়ানরা। তবে এ ঘটনা প্রথম নয়, প্রায়দিনই হাতির দলের হানা লেগে থাকে এখানে। আর সম্প্রতি বিন্নাগুড়ি সেনাছাউনির হাসপাতালে জোড়া হাতির তাণ্ডবের ভিডিয়ো ভাইরাল (Elephant Viral Video) হয়েছে।

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে হাসপাতালের করিডরে ঘুরে বেড়াচ্ছে দু'টি হাতি। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি ইটিভি ভারতের পক্ষে ৷ সেনাবাহিনী সূত্রেও সত্যতা স্বীকার করা হয়নি। তবে সেনাছাউনি সংলগ্ন এলাকার কিছু বাসিন্দা ঘটনার কথা স্বীকার করেছেন। তারা জানিয়েছেন, কয়েকদিন আগে রাতের দিকে সেনা ছাউনির হাসপাতালে হাতি ঢুকে পড়ার (Elephant Attack in Binnaguri) খবর তাঁরা শুনেছেন।

বিভিন্ন সময় বিন্নাগুড়ি সেনা ছাউনিতে হাতির হানার ঘটেই চলেছে। বিন্নাগুড়ি সেনাছাউনি লাগোয়া জঙ্গল রেতি ও মরাঘাট থেকে হাতি কখনও দলছুট হয়, কখনও বা দলবেঁধে সেনা ছাউনি এলাকায় ঢুকে পড়ে। বড়সড় ক্ষতি তেমন না-করলেও খাবারের সন্ধানেই মূলত হাতির দল আসে, এমনটাই স্থানীয় সূত্রে জানা গিয়েছে। সম্প্রতি দেখা গিয়েছে, সেনাবাহিনীর ক্যান্টিনের রান্না ঘরের জানালা ভেঙে হাতি আটার বস্তা বের করে নিয়ে যাচ্ছে। খাবার খেয়ে নিজেরাই ফের জঙ্গলে ফিরে যায়।

রান্নাঘর থেকে হাসপাতাল দাপিয়ে বেড়াচ্ছে হাতি

আরও পড়ুন: অশান্ত এলাকায় প্রশিক্ষিত কুকুরবাহিনী মোতায়েন করবে সিআরপিএফ

সেনাবাহিনীর পক্ষ থেকে গরুমারা বন্যপ্রাণী বিভাগের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ রেঞ্জকে খবর দেওয়া হয়। রেঞ্জার রাজকুমার রায় বলেন, "বিন্নাগুড়ি সেনাছাউনিতে হাতি প্রায়শই ঢোকে। নতুন কিছু নয়। আমাদের খবর দিলে আমরা অনুমতি সাপেক্ষে সেনাছাউনির ভিতরে ঢুকতে পারি। তবে হাসপাতালের ভিতরে হাতি ঢুকে যাবার বিষয়টি আমাদের জানা নেই। আমাদের সেনাবাহিনীর তরফে কিছুই জানানো হয়নি। যখন আমাদের জানানো হয়, আমরা সেনাছাউনিতে ঢুকে হাতিগুলিকে জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করে দিই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.