ETV Bharat / state

Congress Protest: মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে জলপাইগুড়িতে কংগ্রেসের বিক্ষোভ

author img

By

Published : Jul 23, 2022, 9:46 PM IST

শিক্ষায় দুর্নীতি, নিয়োগে ঘুষ, জালিয়াতি থেকে কোটি কোটি টাকা উদ্ধার । এর প্রতিবাদে রাস্তা অবরোধ করে জলপাইগুড়িতে বিক্ষোভ কংগ্রেসের(Congress Protest) ।

Congress protests in Jalpaiguri for state govt resignation
Congress Protest

জলপাইগুড়ি, 23 জুলাই: শিক্ষায় দুর্নীতি, নিয়োগে ঘুষ, জালিয়াতি থেকে প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠের কাছে থেকে 21 কোটি টাকা উদ্ধার । রাজ্য সরকারের পদত্যাগ দাবি করে আন্দোলনে নামল কংগ্রেস । শনিবার জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করে রাস্তা অবরোধ করা হয় (Congress protests in Jalpaiguri for state govt resignation) ।

জলপাইগুড়ি জেলা কংগ্রেসের পার্টি অফিস থেকে প্রতিবাদ মিছিলটি ডিবিসি রোড দিয়ে প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে গিয়ে বিক্ষোভ দেখায় । ডিপিএসসি-এর সামনে রাস্তা অবরোধ করে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও পরেশ অধিকারীর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন কমগ্রেস কর্মীরা । এদিনের বিক্ষোভে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত, সেবাদলের চেয়ারম্যান রাজা চক্রবর্তী, নির্মল ঘোষ দস্তিদার ।

জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি অম্লান মুন্সি অভিযোগ করে বলেন, "তৃণমূল কংগ্রেসের চোর এই রাজ্য ভরে গিয়েছে । প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেফতার হলেন । তাঁর 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোধ্যায়ের বাড়ি থেকে 21 কোটি 22 লক্ষ টাকা উদ্ধার করেছে ইডি । আমরা এই সরকারের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই । তাই আজ আমরা রাস্তায় নেমেছি । বুথ স্তর থেকে কলকাতা পর্যন্ত সবাই এই দুর্নীতির সঙ্গে যুক্ত । বর্তমান শিল্প মন্ত্রীর বান্ধবীর অর্পিতার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে । বিদেশী টাকা উদ্ধার হয়েছে । তৃণমূলের আর নৈতিকভাবে সরকারের থাকা উচিৎ নয় ৷ মমতা যদি পদত্যাগ না-করেন তাহলে নবান্ন থেকে টেনে হিচড়ে নামাব । আমরা বাংলা জুড়ে আন্দোলন গড়ে তুলব । গ্রামবাংলার প্রতিটি নেতাদের বাড়িতে ইডি দিয়ে ঘেরাও করা হোক । কিছু দিন আগেই গ্রামের নেতারা একটি বিড়ি তিনভাগ করে খেত তারা আজ অট্টালিকা করে ফেলেছে ।"

রাজ্য সরকারের পদত্যাগের দাবিতে রাস্তা অবরোধ করে জলপাইগুড়িতে কংগ্রেসের বিক্ষোভ

আরও পড়ুন: প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে এবার জলপাইগুড়ির শিক্ষককে সিবিআই সমন

এদিন জেলা কংগ্রেসের সভাপতি পিনাকি সেনগুপ্ত বলেন, "আমরা আগেই বলেছি এই সরকারের সবাই দুর্নীতিবাজ । আজ জলপাইগুড়ি থেকেই প্রাথমিকে নিয়োগে এক পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডেকে পাঠানো হয়েছে । তৃণমূলের শিক্ষক সংগঠন যারা করেন তারা বদলিতে টাকা নেন । চাকরি দিতে টাকা নেন । এমনকী স্কুলে না এসে বেতন পেতেও টাকা নেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.