ETV Bharat / state

Sitalkuchi Firing: শীতলকুচি গুলিকাণ্ডে 6 জওয়ানের আগাম জামিন মঞ্জুর

author img

By

Published : Apr 12, 2023, 3:35 PM IST

শীতলকুচিতে বিধানসভা ভোটে গুলিকাণ্ডে সিআইএসএফ জওয়ানদের আগাম জামিন দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ ৷ 2021 এর 20 ডিসেম্বর 6 জওয়ান আগাম জামিনের আবেদন করেন ৷ আজ তারই শুনানিতে জামিন পেলেন তাঁরা ৷

Sitalkuchi Firing ETV BHARAT
জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ

জলপাইগুড়ি, 12 এপ্রিল: শীতলকুচিতে বিধানসভা ভোটে গুলি চালানোর ঘটনায় সিআইএসএফ জওয়ানদের আগাম জামিন দিল আদালত ৷ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে 2021-এর 10 এপ্রিলের ঘটনায় 6 আধাসেনা জওয়ান আগাম জামিনের মামলা করেছিলেন ৷ আজ সেই মামলার শুনানি ছিল ৷ সেখানেই 6 আধাসেনা জওয়ানের আগাম জামিন মঞ্জুর করে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এবং বিচারপতি শম্পা দত্ত পালের ডিভিশন বেঞ্চ ৷

2021 বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটের দিন কোচবিহারের শীতলকুচির একটি ভোটগ্রহণ কেন্দ্রে ভোট লুঠের অভিযোগ ওঠে ৷ যে ঘটনায় নিরাপত্তার দায়িত্ব থাকা সিআইএসএফ জওয়ানদের গুলিতে 4 জনের মৃত্যু হয় ৷ এই ঘটনার তদন্তে নামে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ শীতলকুচির বুথে যে 6 সিআইএসএফ জওয়ান গুলি চালিয়েছিলেন, তাঁরা 2021 এর 20 ডিসেম্বর কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে আগাম জামিনের মামলা করেন ৷ সেদিন মামলার শুনানি হয়েছিল বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি বিশ্বজিৎ বসুর ডিভিশন বেঞ্চে ৷ তবে, সার্কিট বেঞ্চ সেই আগাম জামিনের আবেদন স্থগিত করে দিয়েছিল ৷

পরবর্তী সময়ে সিআইডি মামলার তদন্ত প্রক্রিয়া চালিয়েছে ৷ আজ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ফের আগাম জামিনের মামলার শুনানি ছিল ৷ তবে, এ দিন মামলাটির শুনানি ছিল বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এবং বিচারপতি শম্পা দত্ত পালের ডিভিশন বেঞ্চে ৷ এই শুনানিতে শর্তসাপেক্ষে আবেদনকারী 6 সিআইএসএফ জওয়ানের আগাম জামিন মঞ্জুর করে ডিভিশন বেঞ্চ ৷

আরও পড়ুন: শীতলকুচি গুলিকাণ্ডে সিআইডি তদন্তের তথ্য চাইল কেন্দ্র

এই বিষয়ে সার্কিট বেঞ্চের সরকারি আইনজীবী অদিতি শঙ্কর চক্রবর্তী জানান, ভোটগ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনায় সিআইডি তদন্ত করছিল ৷ সেই মামলায় যে 6 জওয়ান গুলি চালিয়েছিলেন, তাঁরা আগাম জামিনের আবেদন করেন ৷ সেই মামলার আজ চূড়ান্ত শুনানি ছিল ৷ ডিভিশন বেঞ্চ 6 জনকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে ৷ ডেপুটি সলিসিটর জেনারেল সুদীপ্ত কুমার মজুমদার বলেন, "শীতলকুচিতে নির্বাচন চলাকালীন ভোটগ্রহণ কেন্দ্রে একটা ভিড় আক্রমণ করে ৷ সেখানে দায়িত্বে থাকা জওয়ানরা প্রথমে লাঠিচার্জ করেন ৷ পরবর্তী সময়ে বোমা মারা হয় ৷ তখন পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে গুলি চালায় জওয়ানরা ৷ দুর্ভাগ্যবশত ঘটনায় 4 জনের মৃত্যু হয় ৷"

আরও পড়ুন: কী হয়েছিল শীতলকুচিতে, ভাইরাল ভিডিয়ো

উল্লেখ্য, 2021 বিধানসভা ভোটের চতুর্থ দফার নির্বাচনে উত্তপ্ত হয়ে ওঠে শীতলকুচি বিধানসভার মাথাভাঙার একটি বুথ ৷ ভোটলুঠে বাধা দেওয়ায় ভোটকর্মীদের মারধর, ইভিএম ভাঙচুরের চেষ্টা করা হয়েছিল বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয় ৷ এমনকি এই খবর সামনে আসে যে, কর্তব্যরত সিআইএসএফ জওয়ানদের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা হয় ৷ তখনই জওয়ানরা গুলি চালায় ৷ সেই ঘটনায় মনিরুজ্জামান মিঞা, হামিদুল মিঞা, সামিউল হক এবং নূর আলম মিঞার মৃত্যু হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.