ETV Bharat / state

বোনাস বাড়ল ক্ষুদ্র চা বাগানের শ্রমিকদের

author img

By

Published : Oct 2, 2020, 10:52 PM IST

জলপাইগুড়ির খবর
জলপাইগুড়ির খবর

এবছর এক থেকে 15 একর চা বাগানের শ্রমিকদের 16 শতাংশ হারে বোনাস দেওয়া হবে । 15-25 একর জমির চা শ্রমিকদের 17.60 শতাংশ টাকা ।

জলপাইগুড়ি, 2 অক্টোবর : জলপাইগুড়ি পাটগোলাতে জলপাইগুড়ি জেলার ক্ষুদ্র চা চাষি সমিতির অফিসে দ্বিপাক্ষিক বৈঠকে ক্ষুদ্র চা বাগানের শ্রমিকদের পুজো বোনাসের বৈঠক ফলপ্রসু হল । গত বছরের তুললায় বেশি হারে বোনাস পাচ্ছেন চা শ্রমিকরা । খুশির হাওয়া শ্রমিকদের মধ্যে।

আজকের বৈঠকে জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষি সমিতির জেলার সাধারণ সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী জানান, "ক্ষুদ্র চা বাগান মালিকপক্ষ ও শ্রমিক নেতারা বৈঠক বসে বোনাস চুক্তি নির্ধারণ হয়। এবছর এক থেকে 15 একর চা বাগানের শ্রমিকদের 16 শতাংশ হারে বোনাস দেওয়া হবে । 15-25 একর জমির চা শ্রমিকদের 17.60 শতাংশ টাকা । গতবছর ক্ষুদ্র চা বাগানের পুজা বোনাস ছিল এক থেকে 15 একর চা বাগানের শ্রমিকদের 14.05 শতাংশ, 15-25 একর জমির চা শ্রমিকদের 13.85 শতাংশ । জলপাইগুড়ি জেলার 22 হাজার ক্ষুদ্র চা চাষিদের চা বাগানের প্রায় 30 হাজার শ্রমিকদের বোনাস চুক্তিতে বিভিন্ন ট্রেড ইউনিয়ন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন । কোরোনা আবহে আমরা চা শ্রমিকদের কথা চিন্তা করে এবার শ্রমিকদের বোনাস বাড়িয়েছি ।"

এদিকে চা শ্রমিক নেতা স্বপন সরকার বলেন, “আজ ক্ষুদ্র চা চাষি সমিতির দপ্তরে ছোটো চা বাগানের বোনাস নিয়ে বৈঠক হয় গেল । গত বছরের তুলনায় এবার বোনাসের পরিমান বেড়েছে । আমরা খুশি যে ক্ষুদ্র চা বাগানের মালিকরা এবার গত বছরের তুলনায় বেশি বোনাস দিচ্ছেন ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.