ETV Bharat / state

রেশনে দুর্নীতির অভিযোগ, রাজগঞ্জে বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেপ্তার BJP কর্মীরা

author img

By

Published : May 6, 2020, 6:40 PM IST

BJP workers arrested in protest of ration corruption at BDO office
BDO অফিসে রেশন দুর্নীতির বিক্ষোভে গ্রেপ্তার BJP কর্মীরা

রেশনে দুর্নীতির অভিযোগে BDO অফিসে বিক্ষোভ দেখাতে গেলে BJP নেতা-কর্মীদের গ্রেপ্তার করল পুলিশ ।

জলপাইগুড়ি, 6 মে : কুপন থাকলেও অনেককে রেশন সামগ্রী দেওয়া হচ্ছে না । এই অভিযোগে রাজগঞ্জ BDO অফিসের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেপ্তার হলেন BJP নেতা-কর্মীরা ।

আজ থালা নিয়ে BJP নেতা-কর্মীরা রাজগঞ্জ BDO অফিসে বিক্ষোভ দেখাতে যান । সেই সময়, রাজগঞ্জ থানার পুলিশ সেখানে গিয়ে বিক্ষোভকারীদের থানায় নিয়ে আসে । BJP কর্মীদের অভিযোগ, "রেশন কার্ড থাকা সত্ত্বেও সামগ্রী পাচ্ছে না অনেকে । রাজগঞ্জ থানায় অফিসাররা আমাদের BDO-র সঙ্গে দেখা করতে দেননি ৷ তার আগেই সাত জনকে গ্রেপ্তার করে নিয়ে আসে ।"

জলপাইগুড়ি জেলা কিষান মোর্চার সাধারণ সম্পাদক নকুল দাস বলেন, ‘‘রেশন পাচ্ছে না সাধারন মানুষ । কুপন দেওয়া হলেও সেই কুপনে রেশন সামগ্রী দেওয়া হচ্ছে না । তাই আজ সামাজিক দূরত্ব বজায় রেখে BDO-র কাছে অভিযোগ করার কথা ছিল । তার আগেই রাজগঞ্জ থানার পুলিশ আমাদের গ্রেপ্তার করে ।’’ নকুল দাস ছাড়াও জেলার সহ সভানেত্রী শিখা চ্যাটার্জি, রাজীব সরকার, বিধান ঝা সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.