ETV Bharat / state

এশিয়াডে সোনা জয়ী স্বপ্না বর্মণ যোগ দিলেন রেলের চাকরিতে

author img

By

Published : Jan 9, 2020, 8:01 AM IST

Updated : Jan 9, 2020, 10:30 PM IST

২০১৮ সালে এশিয়াডে সোনা জয়ের পরেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে স্বপ্না বর্মণকে রেলে চাকরির প্রস্তাব দেওয়া হয় । অবশেষে বুধবার তিনি রেল দপ্তরে কাজে যোগ দেন ।

Sapna Barman joined rai
অর্জুন স্বপ্না বর্মন রেলের চাকরিতে যোগ দিলেন

জলপাইগুড়ি, 9 জানুয়ারি : অর্জুন সম্মানজয়ী স্বপ্না বর্মণ রেল দপ্তরে কাজে যোগ দিলেন । জলপাইগুড়ির মেয়ে এশিয়াডে সোনা জয়ী স্বপ্না বর্মণ উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনে রেলওয়ে ওয়েলফেয়ার ইনস্পেক্টর পদে কাজে যোগ দেন ।

২০১৮ সালে এশিয়াডে সোনা জয়ের পরেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে স্বপ্না বর্মণকে রেলে চাকরির প্রস্তাব দেওয়া হয় । রাজ্য সরকারের পক্ষ থেকেও বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হলেও রেলের চাকরি নিলেন স্বপ্না । গত বছর অর্জুন পুরস্কারে সম্মানিত হন এই ক্রীড়াবিদ। আলিপুরদুয়ার ডিভিশনে গিয়ে DRM কে এস জৈনের সঙ্গে দেখা করে তিনি কাজে যোগ দান করেন।

স্বপ্না বর্মণ একজন ভারতীয় হেপাথলিট। তিনি 2018 এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছিলেন এবং 2017 এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে হেপাথলনে প্রথম স্থান পান। 2019 সালে অর্জুন সম্মান পান স্বপ্না ৷

Intro:জলপাইগুড়িঃঃ এশিয়াডে সোনা জয়ী অর্জুন পুরস্কার প্রাপ্ত জলপাইগুড়ির স্বপ্না বর্মন রেল দপ্তরে কাজে যোগ দিলেন।উত্তরপুর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনে রেলওয়ে ওয়েলফেয়ার ইনস্পেকটর পদে কাজে যোগ দিলেন স্বপ্না বর্মন। Body:২০১৮ সালে এশিয়াডে সোনা জয়ের পরেই কেন্দ্র সরকারের পক্ষ থেকে স্বপ্না বর্মনকে রেলে চাকরি নেবার জন্য অনুরোধ করা হয়েছিল।এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হলেও অবশেষের রেলের চাকরিই লুফে নিল স্বপ্না বর্মন। গত বছরই অর্জুন পুরস্কারের সম্মানিত হন স্বপ্না বর্মন। আজ উত্তরপুর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনে রেলওয়ে ওয়েলফেয়ার ইনস্পেকটর পদে কাজে যোগদান করলেন স্বপ্না বর্মন।Conclusion:সুত্রের খবর আলিপুরদুয়ার ডিভিশনে গিয়ে DRM এস কে জৈনের সাথে দেখা করে তিনি কাজে যোগ দান করে।সোনা জয়ী স্বপ্না বর্মন আলিপুরদুয়ার ডিভিশনে কাজে যোগ দান করায় খুশির হাওয়া উত্তরপুর্ব সীমান্ত রেলের কর্মিবৃন্দ।
Last Updated :Jan 9, 2020, 10:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.