ETV Bharat / state

Arjun Singh: তৃণমূল সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, ইডি-সিবিআই তদন্ত নিয়ে কেন্দ্রকে আক্রমণ অর্জুনের

author img

By

Published : Jun 8, 2023, 5:11 PM IST

Arjun Singh
অর্জুন সিং

ইডি ও সিবিআইয়ের তদন্ত নিয়ে কেন্দ্রকে আক্রমণ শানালেন তৃণমূল নেতা অর্জুন সিং ৷ তৃণমূল সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে তাঁর দাবি ৷

ইডি-সিবিআই তদন্ত নিয়ে কেন্দ্রকে আক্রমণ অর্জুনের

ধূপগুড়ি, 8 জুন: রাজ্যে ইডি ও সিবিআই তদন্ত নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করলেন তৃণমূল নেতা অর্জুন সিং ৷ সবই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে তাঁর অভিযোগ ৷ তিনি বলেন, "আগ বাড়িয়ে যেভাবে ইডি সিবিআই তদন্ত হচ্ছে, তাতে প্রমাণিত রাজনৈতিকভাবে এই সরকারের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হচ্ছে । তৃণমূল সরকারকে চাপে ফেলতে এই রণনীতি নিয়ে চলছে কেন্দ্র ।"

এদিন সিবিআই'য়ের একের পর এক পৌরসভায় হানার বিষয়ে মন্তব্য করেন তিনি ৷ এই তল্লাশি অভিযান 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি করছে বলে তাঁর মত ৷ অর্জুন বলেন, "গতকাল ফিরহাদ হাকিম বলেছেন তদন্ত হচ্ছে হোক, তাতে যদি কেউ দোষী প্রমাণিত হয় তার শাস্তি হবে । প্রতিদিন যদি এক বিষয়কে তুলে ধরা হয় যে চুরি করেছে, সেই মিথ্যা কথাও একদিন সত্যি হয়ে যাবে । 2024 সালের নির্বাচনের জন্য এগুলো হচ্ছে । বিজেপির রাজনৈতিক কর্মকাণ্ড নেই তাই বিজেপি এগুলো করছে ।"

বৃহস্পতিবার সকালে ধূপগুড়ি পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং-এর আমন্ত্রণে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং । এ দিন পৌরসভায় তাঁর সঙ্গে সৌজন্যমূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের মেন্টর অমরনাথ ঝাঁ, ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ মজুমদার, চেয়ারম্যান ভারতী বর্মন-সহ আরও অনেকে ।

আরও পড়ুন: পৌরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় বিভিন্ন জায়গায় সিবিআই হানা, অয়নের বাড়িতে ম্যারাথন তল্লাশি

প্রসঙ্গত, রাজ্যের একাধিক দুর্নীতি মামলার তদন্তভার এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডির হাতে ৷ ফলে শিক্ষক দুর্নীতিতের পর এবার পৌরসভায় দুর্নীতি নিয়ে সচেষ্ট হয়েছে ইডি ও সিবিআই ৷ বুধবার পৌরসভার নিয়োগ দুর্নীতি মামলায় বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় তদন্তকারী আধিকারিকরা ৷ এ দিন রাজ্যের একাধিক পৌরসভায় হানা দেয় সিবিআই ৷ পাশাপাশি নিয়োগ কাণ্ডে ধৃত অয়ন শীলের বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হয় ৷ আর এই ঘটনার পরেই সরব হয়েছে তৃণমূল ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচির সময় এই তল্লাশি অভিযান নিয়ে প্রশ্ন তোলে রাজ্যের শাসকদল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.