ETV Bharat / state

75 Years of Independence তিস্তা মহানন্দা লিঙ্ক ক্যানেলে জল মহোৎসবে সেনা জওয়ানরা

author img

By

Published : Aug 12, 2022, 9:54 PM IST

75 Years of Independence
তিস্তা মহানন্দা লিঙ্ক ক্যানেল

স্বাধীনতার 75তম বর্ষপূর্তিতে আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষ্যে ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে জল মহোৎসব করা হয়। সেনাবাহিনীর 33 কোরের পক্ষ থেকে জলপাইগুড়ি জেলার গজলডোবায় তিস্তা মহানন্দা লিঙ্ক ক্যানেলে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয় (Amrit Mahotsav Celebrated)।

জলপাইগুড়ি, 12 অগস্ট: তিস্তা মহানন্দা লিঙ্ক ক্যানেলে জল মহোৎসবে যোগ দিলেন সেনা জওয়ানরা (Amrit Mahotsav Celebrated by Army Personnels in Teesta-Mahananda Link Canal)।

অনুষ্ঠানে ইন্ডিয়ান এয়ার ফোর্স, সিআরপিএফ, এনসিসি, পশ্চিমবঙ্গ পুলিশ, রেল পুলিশ, বনদফতর ও সেচ দফতর এসএসবি, বিএসএফ, অংশগ্রহণ করে। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি তিস্তা-মহানন্দা লিংক ক্যানেলে বোট রেসিংয়ের আয়োজন করা হয়। ওই প্রতিযোগিতায় বিভিন্ন বাহিনীর জওয়ানরা অংশগ্রহণ করেন। সাধারণ মানুষরা সেনা ও আধা সেনাদের মহড়া দেখতে ভিড় করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিন্নাগুড়ি সেনাবাহিনীর জিওসি প্রবীণ ছাবরা, জলপাইগুড়ি সেক্টরের বিএফএফের ডিআইজি ব্রিগেডিয়ার বিজয় মেহেতা, সেনাবাহিনীর 33 কোরের জিওসি আধিকারিক লেফটেন্যান্ট জেনারেল তরুণ কুমার আইচ-সহ অন্যান্যরা।

তিস্তা মহানন্দা লিঙ্ক ক্যানেলে জল মহোৎসবে সেনা জওয়ানরা

আরও পড়ুন: তাপি নদীতে স্বাধীনতার 75তম বর্ষপূর্তি পালন, দেখুন ভিডিয়ো

ভারতীয় সেনাবাহিনীর 33 কোরের জিওসি আধিকারিক লেফটেন্যান্ট জেনারেল তরুণ কুমার আইচ বলেন, "ভারতের স্বাধীনতা যুদ্ধের পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভারত-চিন যুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের হাজার-হাজার জওয়ান আত্ম বলিদান দিয়েছেন। আজ আমরা তাঁদেরকে শ্রদ্ধাঞ্জলি জানাতেই জল মহোৎসবের আয়োজন করেছিলাম। সাইকেল ব়্যালি, মোটর সাইকেল র‍্যালি-সহ বিভিন্ন রকম আয়োজন আমরা করেছিল। আমাদের ইচ্ছে ছিল জলকে কেন্দ্র করে অন্য রকম একটা অনুষ্ঠান করার তাই আমরা তিস্তা মহানন্দা লিঙ্ক ক্যানেলে জল মহোৎসবের আয়োজন করলাম। এখানে ছাত্রছাত্রী ও সেনা জওয়ানরা কুচকাওয়াজের অংশ গ্রহণ করে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.