ETV Bharat / state

Ambulance Awarness Campaign: রোগীর পরিবারকে হেনস্থা করলেই কড়া ব্যবস্থা, অ্যাম্বুল্যান্স চালকদের বার্তা সংগঠনের

author img

By

Published : Jan 6, 2023, 6:52 PM IST

জলপাইগুড়িতে (Jalpaiguri) অ্য়াম্বুল্যান্স চালকদের নিয়ে বিশেষ সচেতনা শিবির (Ambulance Awareness Campaign) করা হল ৷ পুলিশের তরফেও দেওয়া হল বার্তা ৷ কী কারণে এই আয়োজন ?

Ambulance Awareness Campaign in Jalpaiguri after Dead Body Carry Controversy
শিবির ৷

জলপাইগুড়ি, 6 জানুয়ারি: রোগীর পরিবারকে হেনস্থা করলে বা বেশি ভাড়া চাইলেই সংগঠন থেকে সেই অ্যাম্বুল্যান্সচালককে বহিস্কার করা হবে ৷ বৃহস্পতিবারের মর্মান্তিক ঘটনার পর শুক্রবার এই বার্তা দিলেন জলপাইগুড়ির (Jalpaiguri) অ্যাম্বুল্য়ান্স চালক সংগঠনের নেতা পুণ্যব্রত মিত্র ৷ উল্লেখ্য, বৃহস্পতিবার এক মহিলার মৃতদেহ কাঁধে চড়িয়ে বাড়ির পথে হাঁটা দিতে দেখা যায় একটি গরিব পরিবারের সদস্যদের (Dead Body Carry Controversy) ৷ জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে বাড়ির পথে রওনা দেন তাঁরা ৷ সেই ঘটনায় রাজ্যজুড়ে সমালোচনা চলছে ৷

তার জেরেই এদিন সংশ্লিষ্ট সংগঠনের এমন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে ৷ এদিন রীতিমতো জমায়েত করে এই বিষয়ে অ্য়াম্বুল্য়ান্স চালকদের সচেতন করেন (Ambulance Awareness Campaign) সংগঠনের নেতারা ৷ জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে এদিনের এই শিবিরের উদ্যোক্তা ছিল জলপাইগুড়ি জেলা অ্যাম্বুল্যান্স অ্যাসোসিয়েশন ৷ অন্যদিকে, বৃহস্পতিবারের ঘটনার পর জেলা পুলিশের পক্ষ থেকেও অ্য়াম্বুল্য়ান্সচালকদের কড়াভাবে সতর্ক করা হয়েছে ৷

বৃহস্পতিবারের ঘটনায় মৃতার পরিবারের অভিযোগ ছিল, মৃতদেহ বহনের জন্য সংশ্লিষ্ট অ্যাম্বুল্যান্স চালক তাঁদের কাছে 3 হাজার টাকা দাবি করেন ৷ কিন্তু, অত টাকা পরিবারের সদস্যদের কাছে ছিল না ৷ এরপর মৃতদেহ কাঁধে নিয়েই হাঁটতে শুরু করেন তাঁরা ৷ এমনকী, পথে একটু দম নেওয়ার জন্য দেহ নামিয়েও রাখতেও দেখা যায় তাঁদের !

আরও পড়ুন: শববাহী গাড়ি ভাড়ার টাকা নেই, হাসপাতাল থেকে কাঁধেই মায়ের দেহ নিয়ে বাড়ি ফিরল ছেলে

এই ঘটনার পর শুক্রবার অ্য়াম্বুল্যান্স চালকদের বিশেষ বার্তা দেয় পুলিশ প্রশাসন ৷ এদিন সদর ট্রাফিক কার্যালয়ে অ্যাম্বুল্য়ান্স চালকদের ডেকে পাঠানো হয় ৷ সেই সময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন, ডিএসপি (অপরাধ) অরিন্দম পাল-সহ জেলা পুলিশের অন্য উচ্চপদস্থ আধিকারিকরা ৷ অ্যাম্বুল্যান্স চালকদের আরও মানবিক হওয়ার আবেদন করেন তাঁরা ৷ অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন এই প্রসঙ্গে বলেন, "আমরা অ্যাম্বুল্য়ান্স চালকদের নিয়ে আলোচনায় বসেছিলাম ৷ তাঁদের বলেছি, রোগীর আত্মীয়দের সঙ্গে আরও মানবিক আচরণ করতে হবে ৷" একই বার্তা দিয়েছেন অ্য়াম্বুল্য়ান্স চালক সংগঠনের দুই নেতা দিলীপ দাস ও পুণ্যব্রত মিত্র ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.