ETV Bharat / state

Abhishek at Domohani: দোমহনী হাট পরিদর্শন ও গৃহস্থের ঘরে মধ্যাহ্নভোজনে সংযোগ অভিষেকের

author img

By

Published : Apr 29, 2023, 8:08 PM IST

তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে ফের দোমহনীতে গিয়ে হাট পরিদর্শন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এর আগের বার সেই হাট পরিদর্শনের পর জেলা সভাধিপতিকে ভর্ৎসনা করেছিলেন তিনি ৷ এবার হাটের পরিস্থিতি দেখে খুশি তিনি ৷

Abhishek at Domohani ETV BHARAT
Abhishek at Domohani ETV BHARAT

তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে গৃহস্থ বাড়িতে মধ্যাহ্নভোজ অভিষেকের

জলপাইগুড়ি, 29 এপ্রিল: এর আগে জলপাইগুড়ির দোমহনীতি যখন এসেছিলেন, সেখানকার হাটের বেহাল দশা দেখে জেলা পরিষদের সভাধিপতিকে ভর্ৎসনা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ তৃণমূলের নবজোয়ার কর্মসূচি উপলক্ষ্যে দ্বিতীয়বার দোমহনীতে গিয়ে ফের সেই হাটের পরিস্থিতি ঘুরে দেখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ জানালেন, হাটের ক্রেতা-বিক্রেতাদের সমস্যার সমাধান, কিছুটা হলেও হয়েছে ৷ শনিবার দুপুরে সেখানেই স্থানীয় বাসিন্দা স্বপন রাউত এবং রাজু রাউতের বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন অভিষেক ৷ মাটির সরায় কলাপাতা পেতে ভরপেট মাছভাত খেলেন তিনি ৷

গত 12 জুলাই ধূপগুড়ির জনসভায় যাওয়ার পথে মাঝরাস্তায় দোমহনী হাটের অবস্থা যাচাই করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ হাটের বেহাল দশা দেখে রীতিমতো ক্ষুদ্ধ হয়েছিলেন ৷ জেলা পরিষদের সভাধিপতিকে ফোনে নির্দেশ দিয়েছিলেন, দ্রুত হাটের অবস্থা উন্নত করতে ৷ প্রায় একবছরের মাথায় ফের সেই হাট পরিদর্শনে এলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ কেমন অবস্থা হাটের ? লোকজনের কোনও সমস্যা হচ্ছে কিনা ? তা নিজে সরেজমিনে খতিয়ে দেখলেন অভিষেক ৷ সেই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে কথাও বললেন তিনি ৷ জানালেন, বর্তমানে হাটের অবস্থা ভালো হয়েছে ৷ ক্রেতা ও বিক্রেতাদের সমস্যা মিটেছে সংস্কারের পর ৷

এই মুহূর্তে উত্তরবঙ্গে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে রয়েছেন অভিষেক ৷ সেখানেই রাতে তাবুতে থাকছেন তিনি ৷ ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের আগে তাঁর এই জনসংযোগ বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ৷ আর তারই অংশ হিসেবে এ দিন দোমহনীতে এক গৃহস্থবাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন তিনি ৷ মাটি আসন পেতে বসে মাটির সরায় ভাত খেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ স্বপন রাউত এবং রাজু রাউতের পরিবারের সঙ্গে বসে পাত পেরে খেলেন ৷

আরও পড়ুন: অভিষেকের জনসংযোগ যাত্রায় ময়নাগুড়িতে জনপ্লাবন

মধ্যাহ্নভোজের আয়োজনে ছিল, ভাত, মুসুর ডাল, বেগুন ভাজা, আড় মাছ, বোরলী মাছ, চাটনি, মিষ্টি, আম ও টক দই ৷ জানালেন, স্বপন রাউত এবং রাজু রাউতের বাড়িতে গিয়ে এবং তাঁদের আতিথেয়তায় মুগ্ধ তিনি ৷ তবে, ফের কাজ করার পালা ৷ গ্রামের মানুষের সঙ্গে দেখা করে, তাঁদের সুবিধা-অসুবিধার কথা শুনলেন ৷ এ দিন দোমহনি কালী মন্দিরে পুজো দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.