ETV Bharat / state

BJP-তৃণমূল সংঘর্ষে গ্রেপ্তার 13

author img

By

Published : Oct 16, 2020, 5:25 PM IST

BJP-Trinamool clash in jalpaiguri
BJP-তৃণমূল সংঘর্ষে গ্রেপ্তার 13 জন BJP কর্মী

গতকাল BJP-র কর্মীরা ঝার আলতাগ্রাম গ্রামপঞ্চায়েতে ডেপুটেশন দিতে আসে । সেই সময় তৃণমূল কর্মীরা BJP-র মিছিলের সামনে চলে এসে বাধা দেয় বলে অভিযোগ । এরপরেই BJP ও তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয় ।

জলপাইগুড়ি, 16 অক্টোবর : গ্রামপঞ্চায়েত অফিসে ডেপুটেশন দিতে গিয়ে BJP-তৃণমূল সংঘর্ষে গ্রেপ্তার হলেন 13 জন BJP কর্মী । গতকাল BJP ও তৃণমূল সংঘর্ষে পুলিশ কর্মী আহত হওয়ার ঘটনায় 13 জন BJP কর্মীকে গ্রেপ্তার করে জলপাইগুড়ি আদালতে তোলা হল ।

গতকাল BJP-র কর্মীরা ঝার আলতাগ্রাম গ্রামপঞ্চায়েতে ডেপুটেশন দিতে আসে । সেই সময় তৃণমূল কর্মীরা BJP-র মিছিলের সামনে চলে এসে বাধা দেয় বলে অভিযোগ । এরপরেই BJP ও তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয় । দুই পক্ষের মারপিট শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ । মুহূর্তের মধ্যে পাথর বৃষ্টি শুরু হয় । ফলে ধুপগুড়ি থানার পুলিশ কর্মী SI সরোজ প্রধান গুরুতর জখম হন । তাঁকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে সেখান থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । এর জেরে ধূপগুড়ি থানার পুলিশ 13 জন BJP কর্মীকে গ্রেপ্তার করে ধূপগুড়ি থানার পুলিশ । ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয় ।

BJP-তৃণমূল সংঘর্ষে গ্রেপ্তার 13 জন BJP কর্মী

13 জন BJP কর্মীকে গ্রেপ্তার করায় ধূপগুড়ি থানার সামনে বিক্ষোভে সামিল হন BJP কর্মীরা । তাঁদের দাবি, মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দলের কর্মীদের । জলপাইগুড়ি জেলার BJP প্রাক্তন যুব সভাপতি শ্যাম প্রসাদ অভিযোগ করে বলেন, "আমাদের কর্মীরা গ্রামপঞ্চায়েত অফিসে ডেপুটেশন দিতে যাবার পথে আমাদের মিছিলের সামনে পুলিশকে নিয়ে তৃণমূল কর্মীরা পথ আটকায় । আমাদের কর্মীদের মারধোর করে । তৃণমূলের ঢিলেই পুলিশের মাথা ফাটে । কিন্তু উলটে আমাদের উপর দোষ চাপানো হয় যে আমাদের কর্মীরা পুলিশকে মেরেছে । আমাদের 13 জনকে গ্রেপ্তার করে আজ আদালতে পাঠিয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.