ETV Bharat / state

চা বাগান থেকে 12 ফুট লম্বা কিং কোবরা উদ্ধার

author img

By

Published : Jul 22, 2020, 10:09 PM IST

12 feet King cobra rescued from jalpaiguri tea garden
চা বাগান থেকে 12 ফুট লম্বা কিং কোবরা উদ্ধার

আজ সকালে ময়নাগুড়ি ব্লকের রামশাই চোড়াই মোড় এলাকায় দেবেন রায়ের চা বাগানে উদ্ধার হয় 12 ফুট লম্বা একটি কিং কোবরা ৷বনকর্মীদের অনুমান পাশে গরুমারা জাতীয় উদ্যানের জঙ্গল ৷ সেখান থেকে লোকালয়ে চলে আসে কিংকোবরাটি ।

জলপাইগুড়ি, 22 জুলাই : সাধারণ কোবরা দেখলেই ভয়ে সিটিয়ে যায় মানুষ ৷ এ তো কিং কোবরা, দীর্ঘকায় বিষধর সাপ ৷ ময়নাগুড়ি ব্লকের রামশাই চোড়াই মোড় এলাকায় দেবেন রায়ের চা বাগান থেকে উদ্ধার হল এটি ৷ 12 ফুট লম্বা এই সাপটিকে দেখতে ভিড় জমায় এলাকার মানুষ ৷

স্থানীয় সূত্রে খবর, আজ সকালে ময়নাগুড়ি ব্লকের রামশাই চোড়াই মোড় এলাকায় দেবেন রায়ের চা বাগানের কর্মীরা দেখতে পায় 12 ফুট লম্বা ওই কিং কোবরাটিকে ৷ তড়িঘড়ি বাগান থেকে বেরিয়ে খবর দেওযা হয় ময়নাগুড়ি রোডের পরিবেশ প্রেমী সংগঠনে ৷ এরপর নন্দু রায় তাঁর টিম নিয়ে ঘটনাস্থানে হাজির হয় ৷ খবর পেয়ে আসে গরুমারা বন্যপ্রাণী বিভাগের রামশাই মোবাইল রেঞ্জের কর্মীরা ৷ দুই দলের সহযোগিতায় কিংকোবরাটি উদ্ধার করে খাঁচাবন্দি করেন । এই দৃশ্য দেখতে ভিড় জমায় স্থানীয়রা ৷

চা বাগান থেকে 12 ফুট লম্বা কিং কোবরা উদ্ধার

বন্যপ্রাণীপ্রেমী নন্দু রায় জানান, পাশেই গরুমারা জাতীয় উদ্যানের জঙ্গল ৷ সেখান থেকেই লোকালয়ে চলে আসে কিংকোবরাটি । এরপরই এলাকায় কিংকোবরা থাকার আতঙ্কে রয়েছে স্থানীয়রা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.