ETV Bharat / state

Sarinda Player Mangala Kanta Roy: ভাওয়াইয়ার তালে কোমর দোলালেন পদ্মশ্রী মংলাকান্ত

author img

By

Published : Jan 30, 2023, 8:38 PM IST

Padma Shri Sarinda player
পদ্মশ্রী করিমুল হক

102 বছরের বৃদ্ধের নাচ দেখে অবাক সকলে । তিনি আর কেউ নন, সদ্য পদ্মশ্রী সম্মান পাওয়া মংলাকান্ত রায় (Sarinda player Mangala Kanta Roy) । তাঁর সঙ্গে নাচলেন পদ্মশ্রী করিমুল হকও ৷

ভাওয়াইয়া গানের তালে নাচ পদ্মশ্রী মংলাকান্তের

জলপাইগুড়ি, 30 জানুয়ারি: অনুষ্ঠানের মাঝেই ভাওয়াইয়া গানে নেচে উঠলেন বৃদ্ধ । তাঁর বয়স 102 বছর । বৃদ্ধের এই নাচ দেখে চক্ষু চড়কগাছ সকলের । তাঁকে এখন অনেকেই চেনেন ৷ তিনি হলেন সদ্য পদ্মশ্রী সম্মান পাওয়া মংলাকান্ত রায় (Sarinda player Mangala Kanta Roy) । রবিবার রাতে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের ধওলাগুড়ি গ্রামে পদ্মশ্রী করিমুল হকের বাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । সেই অনুষ্ঠানে ডাকা হয়েছিল উত্তরবঙ্গের সারিন্দা বাদক মংলাকান্ত রায়কে । আর সেখানেই মনের আনন্দে নাচলেন তিনি ৷

মংলাকান্ত রায়ের নাচ দেখে আপ্লুত হয়ে যান সকলে । আর সেই দর্শকাসনে ছিলেন 'বাইক অ্যাম্বুলেন্স' পদ্মশ্রী করিমুল হকও । তিনিও নিজেকে আটকে রাখতে না-পেরে নেচে উঠলেন মংলাকান্তের সঙ্গে ৷ এতদিন ভাঙা বাঁশের বেরার মাঝে ঘরবন্দি থেকে একঘেয়ে জীবন কাটাচ্ছিলেন মংলাকান্ত রায় । পদ্মশ্রী পাওয়ার পর বিভিন্ন জায়গা থেকে ফের আগের মত ডাক পেতে শুরু করেছেন এই প্রবীণ শিল্পী । ফলে নিজের আনন্দ আর ধরে রাখতে না-পেরে নেচে উঠলেন তিনি ।

Padma Shri Sarinda player
পদ্মশ্রী করিমুল হক

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির বাসিন্দা মংলাকান্ত রায় পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়ার পর থেকেই তাঁকে সংবর্ধনা দেওয়ার হিড়িক পড়ে গিয়েছে । জেলার বিভিন্ন জায়গায় তাঁকে ডাকা হচ্ছে । অনুষ্ঠানে ডেকে নিয়ে তাঁর সারিন্দা বাজানো শোনা হচ্ছে । বিভিন্ন অনুষ্ঠানে মংলাকান্ত রায় তাঁর প্রিয় সারিন্দা নিয়ে অনুষ্ঠান পরিবেশন করছেন । সারিন্দা বাজিয়ে তিনি দর্শকদের মন জয় করছেন । বয়সের ভারে গলা আর সঙ্গ দেয় না । তবে এতদিন কেউ আর অনুষ্ঠানে ডাকত না । কিন্তু পদ্মশ্রী পাওয়ার পর বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করার ডাক পড়ছে তাঁর ।

রবিবার বাইক অ্যাম্বুলেন্স দাদার সংগঠন করিমুল হক মানব সেবা সোসাইটির তরফ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় । সেখানেই মংলাকান্ত রায়কে আমন্ত্রণ জানানো হয় । উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিশিষ্ট নাগরিকগণ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও স্বেচ্ছাসেবকদের 'সমাজ বান্ধব সম্মান' প্রদান করা হয় এই অনুষ্ঠানে । উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী লোক সংস্কৃতি ভাওয়াইয়া । এদিনের অনুষ্ঠানেই ভাওয়াইয়া গানের তালে নাচ করলেন দুই পদ্মশ্রী করিমুল হক ও মংলাকান্ত রায় । দুই পদ্মশ্রীর নাচ দেখে হাত তালি দিয়ে উৎসাহ দেয় দর্শকরাও ।

আরও পড়ুন: সারিঞ্জাকে আপন করে 'পদ্মশ্রী' শতায়ু মংলা গোসাইয়ের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.