ETV Bharat / state

বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

author img

By

Published : Feb 21, 2021, 9:36 AM IST

বিজেপি কর্মীসমর্থকদের উপর আক্রমণের অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে
বিজেপি কর্মীসমর্থকদের উপর আক্রমণের অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে

বিজেপি সমর্থকদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । পাশাপাশি বিজেপি সমর্থকদের বাড়িতে ঢুকে মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূলের বিরুদ্ধে ।

হাওড়া, 20 ফেব্রুয়ারি : বিজেপি কর্মীসমর্থকদের মারধর, তাদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । শুক্রবার ঘটনাটি ঘটেছে বাগনান থানার খালোড় এলাকায় । ঘটনায় আহত হয়েছেন কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক । তাঁদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর । উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।

অভিযোগ, খালোড় এলাকায় শিশু সংঘ নামে একটি ক্লাব রয়েছে । ওই ক্লাবের বেশিরভাগ সদস্যই বিজেপির কর্মী-সমর্থক । বেশ কয়েকদিন ধরেই অনুষ্ঠানে বিজেপি নেতাদের আসা নিয়ে ক্লাবের সদস্যদের মধ্যে মন কষাকষি চলছিল । শুক্রবার সকালে তাদের মধ্যে ফের বচসা বাঁধে । তার জেরে 40 থেকে 50 জন তৃণমূল কর্মী বাঁশ, রড, হকিস্টিক নিয়ে ক্লাবের বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলা চালায় বলে অভিযোগ । পরিস্থিতি সামাল দিতে হাওড়া গ্রামীণ থানার পুলিশ আসে ।

আরও পড়ুন : রাজ্যের নিয়োগ প্রক্রিয়া ভোটের রাজনীতি, কটাক্ষ বিজেপির

অভিযোগ, তৃণমূল কর্মী-সমর্থকরা ক্লাবের গানের শিক্ষক সজল রায়, স্থানীয় যুবক তন্ময় প্রামানিককে বেধড়ক মারধর করে । পাশাপাশি এলাকার 10-12 টি বাড়িতে ঢুকে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে । আক্রান্ত তন্ময় প্রামানিক বলেন, "আমরা বিজেপির সক্রিয় কর্মী শুধু নয়, বিজেপিকে সমর্থন করি বলে আমাদের উপর আক্রমণ হয়েছে ।"

আক্রান্তদের দেখতে হাসপাতালে যান হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি প্রত্যুষ মণ্ডল । সেখানে গিয়ে তিনি বলেন, "বাগনানে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে । শিশু সংঘ ক্লাবের সদস্যরা শুধুমাত্র বিজেপি করার কারণে তৃণমূল তাঁদের উপর হামলা করছে । বাগনানের মানুষ আগামী দিনে তাদের উপযুক্ত জবাব দেবে ।" অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.