ETV Bharat / state

Sukanta Majumdar: ' বাংলার হিংসা চক্রের মুক্তি হবে খুব শীঘ্রই,' মন্তব্য সুকান্ত মজুমদারের

author img

By

Published : Aug 12, 2023, 5:12 PM IST

Bengal will Free from Cycle of Violence says Sukanta Majumdar: বাংলা খুব দ্রুত হিংসা থেকে মুক্ত হবে ৷ এমনটাই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ আজ বিজেপির ক্ষেত্রীয় পঞ্চায়েতী রাজ পরিষদের কর্মশালা থেকে এ কথা বলেন তিনি ৷

Sukanta Majumdar ETV BHARAT
Sukanta Majumdar

বিজেপির ক্ষেত্রীয় পঞ্চায়েতী রাজ পরিষদের মঞ্চে হিংসা-মুক্ত বাংলার ডাক সুকান্ত মজুমদারের

হাওড়া, 12 অগস্ট: উন্নয়ন কীভাবে হয় তা বাংলাকে দেখানোই আসল উদ্দেশ্য ৷ সেই কারণেই বিজেপির ক্ষেত্রীয় পঞ্চায়েতী রাজ পরিষদের কর্মশালার আয়োজন করা হয়েছে এই রাজ্যে ৷ সেই সঙ্গে খুব শীঘ্রই বাংলা বিগত 30-40 বছরের হিংসা চক্র থেকে বেরিয়ে আসবে ৷ আজ বিজেপির এই কর্মসূচি থেকে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ এ দিন হাওড়া উলুবেড়িয়া একটি অভিজাত হোটেলে এই কর্মসূচির আয়োজন করা হয় ৷ যেখানে উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা ৷

এ দিন সুকান্ত বলেন, ‘‘এটা আমাদের সম্মেলন চলছে ৷ এখানে পূর্বভারতের বিভিন্ন রাজ্যের জেলা পরিষদের সভাধিপতি ও সহ-সভাধিপতি কীভাবে উন্নয়ন করছেন, তা এই সম্মেলনে প্রদর্শিত হচ্ছে । প্রধানমন্ত্রী ভার্চুয়ালি বক্তব্য রেখে আমাদের পথ প্রদর্শন করেছেন ৷ বাংলার মানুষও দেখুক উন্নয়ন কাকে বলে ! মাননীয় জেপি নাড্ডার স্ত্রী নিজে বাঙালি ৷ তিনি বাংলার বিষয়ে খবর রাখেন ৷ আমরাও তাঁকে সময়ে সময়ে তথ্য দিই ৷’’

এই প্রসঙ্গেই সুকান্ত মজুমদার দাবি করেন, ‘‘পশ্চিমবঙ্গে গত 30-40 বছর, এমনকি তারও বেশি সময় ধরে হিংসার ঘটনা ঘটছে ৷ এই চক্রের থেকে খুব দ্রুত মুক্ত হবে বাংলা ৷’’ উল্লেখ্য এ দিন বিজেপির পূর্বাঞ্চলীয় পঞ্চায়েতী রাজ পরিষদে ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সম্প্রতি বাংলায় শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনে হিংসার অভিযোগে তৃণমূলকে নিশানা করেন তিনি ৷ মোদির নিশানায় ছিল, বাংলার শাসক শিবিরের হিংসাত্মকনীতি ৷

আরও পড়ুন: বঙ্গের পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিরুদ্ধে রিগিংয়ের অভিযোগ প্রধানমন্ত্রী মোদির

প্রধানমন্ত্রীর কটাক্ষের সুরে বলেন, ‘‘তোলাবাজির দল, ভোটের সময় ছাপ্পা দেওয়ার দলে পরিণত হয় ৷ গুন্ডদের কন্ট্র্যাক্ট দেওয়া হয়, কোন কোন বুথ কারা দখল করবে ৷’’ তৃণমূলের বিরুদ্ধে খুনের রাজনীতির অভিযোগও তোলেন প্রধানমন্ত্রী ৷ তবে, তৃণমূলের অত্যাচারের পরেও বাংলার মানুষ বিজেপিকে ভোট দিয়েছে বলে মন্তব্য করেন মোদি ৷ এর জন্য বাংলার ভোটারদের ধন্যবাদ জানান তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.