ETV Bharat / state

Measles-Rubella Vaccination: রুবেলা-হামের মতো ভাইরাস প্রতিরোধে শিশুদের টিকাকরণের উদ্যোগ নবান্নের

author img

By

Published : Jan 6, 2023, 5:45 PM IST

রুবেলা ও হাম প্রতিরোধে 9 মাস থেকে 15 বছর বয়সিদের টিকাকরণের উপর জোর দিচ্ছে রাজ্য ৷ রাজ্যের নারী শিশু ও সমাজ কল্যাণ দফতরের তরফে এই টিকাকরণের উদ্যোগ নেওয়া হয়েছে (Vaccination against Measles and Rubella) ৷

ETV Bharat
রাজ্যের শিশুদের হাম ও রুবেলার টিকাকরণ

কলকাতা, 6 জানুয়ারি: শিশুস্বাস্থ্য নিয়ে এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাজ্য সরকারের । রাজ্যের নারী শিশু ও সমাজ কল্যাণ দফতরের তরফে রাজ্যের সমস্ত স্কুলে নিখরচায় দেওয়া হবে হাম ও রুবেলার টিকা । 9 মাস থেকে 15 বছরের কম বয়সি বাচ্চাদের এই টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এখনও পর্যন্ত ঠিক হয়েছে, সমস্ত স্কুলে এই টিকা যেমন দেওয়া হবে তেমনই অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সরকারি স্বাস্থ্য কেন্দ্রেও বিনা পয়সায় মিলবে এই ভ্যাকসিনগুলি (Measles and Rubella Vaccination) ।

এখনও পর্যন্ত যা ঠিক হয়েছে, তাতে 9 মাস থেকে 15 বছর পর্যন্ত 11 লাখ 77 হাজার 123 জনকে দেওয়া হবে টিকা । এরমধ্যে স্কুল পড়ুয়ার সংখ্যা প্রায় 7 লক্ষ 23 হাজার ৷ আগামী 9 জানুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে চলবে এই টিকাকরণ কর্মসূচি । রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল, ব্লক প্রাথমিক এবং জেলা স্বাস্থ্য কেন্দ্র টিকা করন প্রক্রিয়া চলবে । নবান্নের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই টিকাদান কর্মসূচি থেকে যেন কোনও শিশু বাদ না-যায় (Vaccination against Measles and Rubella)।

শুক্রবার এই সংক্রান্ত এক বৈঠকে স্বাস্থ্য দফতর তথা ও প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে এই টিকাকরণের জন্য যাবতীয় ব্যবস্থা নিতে ৷ প্রসঙ্গত, হাম আর পাঁচটা সাধারণ ভাইরাসের মতো হয়ে গেলেও এটি একটি মারণ ভাইরাস হিসাবেই পরিচিত । হামের কারণে বিকলাঙ্গতা এমনকী অকালমৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটতে পারে ।

আরও পড়ুন: আবাস দুর্নীতির প্রশ্নে সাংবাদিকের ক্যামেরা ঢাকলেন মন্ত্রী !

অন্যদিকে রুবেলাও হামের মতো একটি ভাইরাস ঘটিত রোগ । শিশুদের ক্ষেত্রে এই সংক্রমণ দেখা যায় । তবে সবচেয়ে করুণ পরিণতি হয় গর্ভাবস্থার শুরুতে যদি এই সংক্রমণ দেখা যায়, সেক্ষেত্রে নবজাতকের মৃত্যুও হতে পারে ৷ আর সে কারণেই এই টিকাকরণ কর্মসূচির উপর বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে । প্রসঙ্গত, আগে পোলিও নির্মূল অভিযান এর ক্ষেত্রে টিকাকরণের ওপর বাড়তি গুরুত্ব দিয়ে সাফল্য এসেছে । এবার রাজ্য সরকারের তরফ থেকে হাম ও রুবেলা ভাইরাসকেও নির্মূল করতে গুরুত্ব দেওয়া হচ্ছে টিকাকরণে (vaccination drive in west bengal against Measles and Rubella)৷

আফ্রিকার বিভিন্ন দেশে নির্দিষ্ট সময় অন্তর রুবেলা মহামারীর আকার ধারণ করে । এক্ষেত্রে বহু শিশু বিকলাঙ্গ হয়ে যায় ৷ এই তথ্য মাথায় রেখেই রাজ্যের তরফে এই টিকাকরণে গুরুত্ব দেওয়া হচ্ছে ৷ চিকিৎসকরা জানাচ্ছেন, এই টিকাকরণের পরে কারও কারও জ্বর আসতে পারে, তবে এতে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.