ETV Bharat / state

সাঁতরাগাছি ব্রিজের রেলিং ভেঙে জলে লরি, নিখোঁজ 2

author img

By

Published : Jul 17, 2021, 7:39 AM IST

কলকাতা থেকে সাঁতরাগাছির দিকে যাচ্ছিল লরিটি । অত্যন্ত দ্রুতগতিতে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি ধাক্কা মারে ব্রিজের রেলিংয়ে । সেইসময় রেলিং ভেঙে নিচে ঝিলের জলে পড়ে যায় লরিটি । চালক ও খালাসীর এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি ।

সাঁতরাগাছি ব্রিজে দুর্ঘটনা
সাঁতরাগাছি ব্রিজে দুর্ঘটনা

সাঁতরাগাছি, 17 জুলাই : কোনা এক্সপ্রেসওয়ের উপরে সাঁতরাগাছি ব্রিজে দুর্ঘটনা । ব্রিজের রেলিং ভেঙে প্রায় 30 ফুট নিচে পড়ে গেল লরি । আজ ভোর সাড়ে তিনটে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে । ঘটনায় লরির চালক ও খালাসী নিখোঁজ রয়েছে ৷ তাঁদের খোঁজ চালাচ্ছে পুলিশ ৷

কলকাতা থেকে সাঁতরাগাছির দিকে যাচ্ছিল লরিটি । অত্যন্ত দ্রুতগতিতে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি ধাক্কা মারে ব্রিজের রেলিংয়ে । সেইসময় রেলিং ভেঙে নিচে ঝিলের জলে পড়ে যায় লরিটি । চালক ও খালাসীর এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি । স্থানীয়রা সাঁতরাগাছি থানায় খবর দেয় । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দমকল কর্মী ও পুলিশ । তারপর থেকে শুরু হয়েছে উদ্ধারকাজ । লরিটি উদ্ধারের জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্রেন নিয়ে আসা হচ্ছে ৷

লরির ড্রাইভার ও চালকের মৃত্যুর আশঙ্কা করছে পুলিশ ৷ যদিও, এখনও পর্যন্ত তাদের দেহ উদ্ধার হয়নি । গাড়ির ভিতর থেকে গাড়ির কাগজপত্র উদ্ধার করেছে পুলিশ । গাড়ির কাগজ ও গাড়ির নম্বর প্লেট দেখে গাড়ির মালিকের খোঁজ করছে পুলিশ । ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা বুঝতে ঘটনাস্থলের নিকটবর্তী সিসিটিভি ক্যামেরার ফুটেজও দেখা হতে পারে বলে পুলিশ সূত্রের খবর ।

প্রসঙ্গত, সাঁতরাগাছি ব্রিজ মেরামতের জন্য ব্রিজের একাংশ অনেকদিন ধরে বন্ধ রাখা হয়েছিল ৷ বন্ধ ছিল যান চলাচল । 2019 সালের 8 থেকে 11 ফেব্রুয়ারি বন্ধ রাখা হয়েছিল সাঁতরাগাছি ব্রিজ । বন্ধ রাখা হয়েছিল দূরপাল্লার বাস ও পণ্যবাহী গাড়ি চলাচল । ছোট গাড়ি ও কিছু স্থানীয় রুটের বাস চলাচলের অনুমতি ছিল শুধু । ঘুরপথে আন্দুল রোড ও হাওড়া-আমতা রোড দিয়ে চলাচল করে পণ্যবাহী গাড়ি ও দূরপাল্লার বাস ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.