ETV Bharat / state

Howrah Municipal Corporation: হাওড়া পৌরনিগমের সংরক্ষিত আসনের খসড়া তালিকা প্রকাশ কমিশনের

author img

By

Published : Dec 29, 2022, 7:12 PM IST

ETV Bharat
রাজ্য নির্বাচন কমিশন

বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে হাওড়া পৌরনিগমের সংরক্ষিত আসনের খসড়া তালিকা ৷ এই তালিকা প্রকাশ করে রাজনৈতিক দলগুলির মতামত চেয়েছে রাজ্য নির্বাচন কমিশন (Howrah Municipal Corporation) ৷

কলকাতা, 29 ডিসেম্বর: হাওড়া পৌরনিগমের (Howrah Municipal Corporation) খসড়া আসন তালিকা প্রকাশ করা হল বৃহস্পতিবার ৷ এদিন হাওড়া পৌরনিগমের আসন সংরক্ষণের এই খসড়া তালিকা প্রকাশ করেছে রাজ্য নির্বাচন কমিশন (West Bengal State Election Commission) । মাস দুয়েক আগেই হাওড়া শহরের 50টি ওয়ার্ড পুনর্বিন্যাস করে 66টি আসন করা হয়েছে ।

নির্বাচন কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই এই আসন সংরক্ষণের খসড়া তালিকা সমস্ত রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে । পাশাপাশি সমস্ত রাজনৈতিক দলকে জানানো হয়েছে যে এই তালিকা প্রকাশ নিয়ে যদি কোনও দলের কোনও অভিযোগ বা পরামর্শ থাকে তাহলে তা আগামী 19 জানুয়ারির মধ্যে রাজ্য কমিশনে জমা দিতে হবে ।

আরও পড়ুন: ভিনরাজ্যের পরিযায়ী ভোটারদের জন্য রিমোট ইভিএম, রাজনৈতিক দলগুলির মতামত চাইল কমিশন

50টি ওয়ার্ডকে ভেঙে যে 66টি ওয়ার্ড করা হয়েছে তার মধ্যে 28 এবং 64 নম্বর ওয়ার্ডকে তফসিলি জাতির জন্য সংরক্ষিত করা হয়েছে । তবে এবার তফসিলি উপজাতির জন্য কোনও আসনই সংরক্ষিত করা হয়নি বলেই জানা গিয়েছে । পাশাপাশি হাওড়া পৌরনিগমের 22টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে । এই ওয়ার্ডগুলি হল 1,4,7,10,13,16,19,22,25,28,29,32,35,38,41,44,47,50,53,56,59 ও 62। আগামী 19 জানুয়ারি হাওড়া পৌরনিগমের চূড়ান্ত ভোটের তালিকা প্রকাশ করা হবে । ওয়াকিবহাল মহলের মতে চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পরেই হয়তো হাওড়ায় পৌর নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন (Howrah Municipality poll) ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.