ETV Bharat / state

South-Eastern Railway : দীপাবলির পরই বাড়ছে দক্ষিণ-পূর্ব রেলের লোকাল ট্রেনের সংখ্যা

author img

By

Published : Nov 2, 2021, 7:09 AM IST

South-Eastern Railway
দিওয়ালির পরেই বাড়ছে দক্ষিণ-পূর্ব রেলের লোকালের সংখ্যা

রবিবার সকাল থেকেই পূর্ব ও দক্ষিণ-পূর্ব শাখায় চলছে ট্রেন। পরিষেবার প্রথমদিন থেকে দক্ষিণ-পূর্ব রেলের তরফে চালানো হচ্ছে 48 টি ট্রেন। আগামী 8 নভেম্বর থেকে দক্ষিণ-পূর্ব শাখায় বাড়ানো হবে লোকাল ট্রেনের সংখ্যা ৷ সোমবার এমনটাই ঘোষণা করেছে সংশ্লিষ্ট রেল বোর্ড।

হাওড়া, 2 নভেম্বর : প্রায় পাঁচ মাস পর রাজ্যে আবার চালু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা ৷ রেল বোর্ডের তরফে জানানো হয়েছে, সংক্রমণ রুখতে আপাতত 50 শতাংশ যাত্রী নিয়ে চালানো হবে ট্রেন ৷ তবে ধাপে-ধাপে বাড়ানো হবে লোকাল ও প্যাসেঞ্জার ট্রেনের সংখ্যা ৷

রবিবার সকাল থেকেই পূর্ব ও দক্ষিণ-পূর্ব শাখায় চলছে ট্রেন ৷ পরিষেবার প্রথমদিন থেকে দক্ষিণ-পূর্ব রেলের তরফে 48টি ট্রেন চালানো হচ্ছে ৷ তবে আগামী 8 নভেম্বর থেকে দক্ষিণ-পূর্ব শাখায় বাড়ানো হবে লোকাল ট্রেনের সংখ্যা ৷ সোমবার এমনটাই ঘোষণা করেছে সংশ্লিষ্ট রেল বোর্ড ৷

দক্ষিণ-পূর্ব রেলের শাখায় রবিবার হাওড়া, খড়্গপুর, মেদিনীপুর, শালিমার, সাঁতরাগাছি, পাঁশকুড়া, হলদিয়া, সাঁতরাগাছি, আমতা ও খড়্গপুর ডিভিশন, তমলুক, দীঘা লাইনে সকাল থেকে লোকাল ট্রেন চালু হলেও সংখ্যাটা কম ৷ 8 নভেম্বর থেকে বাড়ছে সেই সংখ্যাটা ৷ অর্থাৎ, দীপাবলি পেরোতেই নিত্যযাত্রীদের সুবিধায় দক্ষিণ-পূর্ব শাখায় চালানো হবে আরও লোকাল ট্রেন ৷ এভাবেই ধাপে-ধাপে বাড়ানো হবে লোকালের সংখ্যা ৷ আগামী 8 নভেম্বর থেকে ট্রেন সংখ্যা বেড়ে হচ্ছে 104টি ৷ এর মধ্যে 51টি ট্রেন চলবে আপ লাইনে ও 53টি ট্রেন চলবে ডাউন লাইনে ৷

8 নভেম্বর থেকে বাড়তি ট্রেনের সংখ্যার তালিকা :

আপ-লাইনে মোট 51টি ট্রেন বাড়ানো হচ্ছে

হাওড়া-মেদিনীপুর- 14টি
হাওড়া-পাঁশকুড়া- 12টি
সাঁতরাগাছি-পাঁশকুড়া- 1টি
হাওড়া-আমতা- 6টি
হাওড়া-হলদিয়া- 2টি
হাওড়া-খড়্গপুর- 6টি
হাওড়া-মেচেদা- 3টি
শালিমার-মেচেদা- 1টি
সাঁতরাগাছি-মেচেদা- 2টি
পাঁশকুড়া-দিঘা- 1টি
মেচেদা-দিঘা- 1টি
শালিমার-সাঁতরাগাছি- 1টি
হাওড়া-বালিচক- 1টি

ডাউন-লাইনে মোট 53টি ট্রেন বাড়ানো হচ্ছে

মেদিনীপুর-হাওড়া- 13টি
মেদিনীপুর-খড়্গপুর- 1টি
পাঁশকুড়া-সাঁতরাগাছি- 1টি
পাঁশকুড়া-হাওড়া- 12টি
মেচেদা-হাওড়া 3টি
বাগনান-হাওড়া- 2টি
আমতা-হাওড়া- 6টি
খড়্গপুর-হাওড়া- 7টি
হলদিয়া-হাওড়া- 2টি
দিঘা-পাঁশকুড়া- 1টি
সাঁতরাগাছি-শালিমার- 2টি
দিঘা-মেচেদা- 1টি
মেচেদা-সাঁতরাগাছি- 1টি
বালিচক-হাওড়া- 1টি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.