ETV Bharat / state

4 Youths Missing in Damodar : দামোদরে নেমে তলিয়ে গেলেন 11জন যুবক ; উদ্ধার 7, নিখোঁজ 4

author img

By

Published : Apr 1, 2022, 4:52 PM IST

Updated : Apr 1, 2022, 8:36 PM IST

কালীপুজো দেখতে উদয়নারায়ণপুর গিয়েছিলেন 11জন বন্ধু ৷ সেখানে গিয়ে দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেলেন 11 জন ৷ এর মধ্যে 7 জনকে উদ্ধার করা গেলেও 4 জন এখনও নিখোঁজ (4 Youths Missing in Damodar) ৷

4 Youths Missing in Damodar
দামোদরে নেমে তলিয়ে গেল 11জন যুবক

হাওড়া, 1 এপ্রিল : দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেলেন 11 জন যুবক । এর মধ্যে সাতজনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ চারজন ৷ তাঁদের খোঁজে প্রশাসনের তরফে ডুবুরি নামিয়ে শুরু হয়েছে তল্লাশি ৷ ঘটনাটি ঘটেছে উদয়নারায়ণপুর এলাকার খিলা নয়াচক এলাকায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে উদয়নারায়ণপুর থানার পুলিশ (Several Youths Drwoned in Damodar) ৷

নিখোঁজ যুবকরা হলেন, সুমন সাপুই, শুভজিৎ মণ্ডল, তন্ময় দাস ও স্বর্ণেন্দু পাত্র ৷ সকলেরই বয়স 21 থেকে 22 বছরের মধ্যে ৷ এর মধ্যে সুমনের বাড়ি সানপুর, বাকি তিনজনের বাড়ি দাসনগর ৷

বৃহস্পতিবার হাওড়ার দাসনগর থেকে 11 জন যুবক কালীপুজো উপলক্ষে উদয়নারায়ণপুরের খিলা নয়াচকে গিয়েছিলেন ৷ শুক্রবার দুপুর 1টা নাগাদ দামোদরে স্নান করতে নামার পরই তলিয়ে যান ওই 11জন যুবক । এদের মধ্যে স্থানীয়দের তৎপরতায় 7 জনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি চারজনের এখনও পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায়নি ।

অবৈজ্ঞানিক ও বেআইনিভাবে মেশিন দিয়ে দামোদরের গর্ভ থেকে বালি তোলার ফলে বিভিন্ন জায়গায় গভীর গর্ত তৈরি হয়ে যায় । সেই চোরা গর্ভে পড়েই যুবকরা তলিয়ে গিয়েছেন বলে মনে করা হচ্ছে ৷ বাকিদের খোঁজে এখনও তল্লাশি চলছে ৷ রয়েছে উদয়নারায়ণপুর থানার পুলিশ ৷

আরও পড়ুন : Girl Missing at Pandua : ডিভিসির জলে তলিয়ে যাচ্ছিল বোন, বাঁচাতে গিয়ে নিখোঁজ দিদি

Last Updated :Apr 1, 2022, 8:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.