ETV Bharat / state

মহালয়ার আগে কি শেষ হবে কাজ? বাধ সাধছে ভিলেন বৃষ্টি

author img

By

Published : Sep 26, 2019, 2:46 AM IST

Updated : Sep 29, 2019, 12:16 AM IST

মঙ্গলবার থেকে বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে শেষ মুহূর্তের কাজ ৷ তার জেরে মাথায় হাত পড়েছে পুজো উদ্যোক্তাদের ৷

কাজ

হাওড়া, 26 সেপ্টেম্বর : হাতে আর মাত্র কয়েকটা দিন ৷ তাই কাজ চলছিল জোরকদমে ৷ কিন্তু, মঙ্গলবার থেকে তাতে বাধ সেধেছে বৃষ্টি ৷ কোনও পুজো মণ্ডপের সামনে জল দাঁড়িয়ে গেছে তো কোথাও আবার ক্ষতিগ্রস্ত হয়েছে মণ্ডপের বাইরের কাজ ৷ ফলে মাথায় হাত পড়েছে হাওড়ার পুজো উদ্যোক্তাদের ৷ সময়ের মধ্যে কাজ শেষ করা যাবে কি না তা নিয়ে দুশ্চিন্তায় ঘুম উড়েছে তাঁদের ৷

প্রতি বছরের মতো এবারও থিমের দিকে ঝুঁকেছে হাওড়ার বিগ বাজেট পুজোগুলি ৷ মাসতিনেক আগে থেকেই শুরু হয়েছে কাজ ৷ বেশিরভাগ মণ্ডপের ভিতরের কাজ প্রায় শেষের পর্যায়ে ৷ বাইরের বেশ কিছু কাজ বাকি রয়ে গেছে ৷ মহালয়ার আগেই তা শেষ করার পরিকল্পনা ছিল উদ্যোক্তাদের ৷ কিন্তু, মঙ্গলবার থেকে শুরু হয়েছে বৃষ্টি ৷ রাজ্যের উপর সক্রিয় হয়েছে মৌসুমি অক্ষরেখা ৷ পাশাপাশি, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাডু়র কাছে বঙ্গোপসাগরের উপর সক্রিয় হয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত ৷ দুইয়ের সাঁড়াশি চাপে কলকাতা, হাওড়া-সহ দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি ৷ আর তার জেরেই দুশ্চিন্তায় কপালে ভাঁজ পড়েছে পুজো উদ্যোক্তাদের ৷

মধ্য হাওড়ার অন্যতম একটি বিগ বাজেটের পুজোর সামনে গিয়ে দেখা গেল মণ্ডপের ভিতরের কাজ প্রায় শেষ ৷ বাইরে কিছু কাজ বাকি ৷ কিন্তু, মণ্ডপের সামনে জমে রয়েছে জল ৷ এক কারিগর জানালেন, বৃষ্টি না হলে কাজ হচ্ছে ৷ আবার বৃষ্টি হলে মণ্ডপের বাইরের কাজ বন্ধ করতে হচ্ছে ৷ দীনেশ কুণ্ডু নামে এক কারিগর বলেন, "কাজের অসুবিধা হচ্ছে ৷ টানা বৃষ্টি হওয়ায় মণ্ডপের বাইরের কাজ করতে পারছি না ৷ এরকম বৃষ্টি চললে কাজ করা অসম্ভব ৷ " অগত্যা মণ্ডপের ভিতর যা খুচখাচ কাজ পড়ে আছে, তাই করছেন ৷ আর একদিন হলেই ভিতরের কাজ সম্পূর্ণ হয়ে যাবে ৷ তারপর কী হবে তা ভেবেই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন পুজো উদ্যোক্তারা ৷

দেখুন ভিডিয়ো

একই অবস্থা আরও একটি মণ্ডপের সামনে ৷ টানা বৃষ্টির জেরে মণ্ডপের প্রবেশপথে জল দাঁড়িয়ে গেছে ৷ উদ্যোক্তাদের বক্তব্য, হাওড়ার নিকাশি ব্যবস্থা একেই বেহাল ৷ একটু বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যায় ৷ এবার জল কতদিনে নামবে তা নিয়েই চিন্তায় রয়েছেন তাঁরা ৷ বৃষ্টির জন্য মণ্ডপের বাইরে প্লাস্টার অফ প্যারিস বা রঙ লাগালে তা শুকাচ্ছে না । নষ্ট হচ্ছে বাইরের শৌখিন কাজও । কিছুক্ষণের জন্য বৃষ্টি বন্ধ হওয়ায় মণ্ডপের বাইরে প্লাস্টিক বেঁধে কাজ করছিলেন এক কারিগর ৷ তিনি বলেন, "মণ্ডপই যদি ঠিকভাবে তৈরি না করা যায়, তাহলে তিন মাস ধরে কাজ করে কী হবে বলুন ৷" আপাতত বৃষ্টি থামার অপেক্ষায় রয়েছেন তাঁরা ৷ তারপর রাত জেগে বাকি কাজ করবেন ৷ যদিও খুব একটা আশার কথা শোনাতে পারেনি আলিপুর আবহাওয়া অফিসও ৷ জানিয়েছে, আগামীকাল পর্যন্ত চলবে বৃষ্টি ৷ মহালয়ার দিন অবশ্য আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ৷ আর সেই আশাতেই আপাতত বুক বাঁধছেন কারিগর ও পুজো উদ্যোক্তারা ৷

Intro:গতকাল থেকে দফায় দফায় বৃষ্টির জেরে উদ্বিগ্ন হাওড়ার শহরের পুজো উদ্যোক্তারা। মহালয়া এর আগে পুজো প্যান্ডেলের কাজ শেষ করতে পারবেন কিনা তা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা। টানা বৃষ্টির জন্য কার্যত হাত দেওয়া যাচ্চে না বাইরের কোনও রকম কাজেই। অবশ্য শুধু মণ্ডপের কাজ নয়, যেহেতু হাওড়া শহরের নিকাশি ব্যবস্থা বরাবরই খারাপ সেহেতু মণ্ডপ সংলগ্ন এলাকায় জমা জল বের করে দর্শকদের আসা যাওয়ার ব্যবস্থা করাও সম্ভব হবে কিনা তা ভাবাচ্ছে তাদের। কারণ বিগ বাজেটের এই পূজগুলিতে বাণিজ্যিক দিকও রয়েছে। Body:প্রবল বর্ষণের ফলে প্যান্ডেলের বাইরের অংশের কাজ ভালোমতো করা যাচ্ছে না । প্যারিস অথবা রঙ লাগালে তা শুকোচ্ছে না । নষ্ট হচ্ছে বাইরের সৌখিন কাজও। এর পাশাপাশি মধ্য হাওড়ার কিছু পুজো প্যান্ডেলের সামনে জল জমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে যাঁরা মূলত থিমের প্যান্ডেল করছেন তারা উদ্বোধনের আগে শেষ করতে পারবেন কিনা তা নিয়ে নিশ্চিতভাবে কিছু কিছু বলতে পারছেন না প্যান্ডেলের কর্মীরা। দুশ্চিন্তায় কপালে ভাঁজ পুজো উদ্যোক্তাদের। তাদের বক্তব্য সারাবছর তারা অপেক্ষা করে থাকেন কিভাবে দর্শকদের নতুন কিছু উপহার দেবেন। প্রতিযোগিতাতেও তারা অংশ নেন। আচমকা এই বৃষ্টির জেরে সবকিছু পন্ড হতে বসেছে। তাই দুশ্চিন্তার মেঘ কিছুতেই কাটছে না।Conclusion:
Last Updated :Sep 29, 2019, 12:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.