ETV Bharat / state

মেলেনি বকেয়া, বিক্ষোভ হুগলি নদী জলপথ পরিবহন নিগমের INTTUC-র সমর্থকদেরই

author img

By

Published : Oct 15, 2020, 7:03 PM IST

Hooghly river transport
INTTUC সমর্থিক জলপথ পরিবহন কর্মী

"কাজ বন্ধ করে আন্দোলন করতে চাই না । কিন্তু যদি এভাবেই চলতে থাকে তাহলে আমাদের চূড়ান্ত পথ নিতে হবে ।" বকেয়া বেতন না পেলে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি কর্মীদের ।

হাওড়া, 15 অক্টোবর : পুজোর মুখে ফের জট হুগলি নদী জলপথ পরিবহনে । এনিয়ে আজ হাওড়া ফেরিঘাটে হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতির অফিসের সামনে বিক্ষোভ দেখান কর্মীরা। হুগলি নদী জলপথ পরিবহন নিগমের INTTUC-র সমর্থকরা বিক্ষোভে শামিল হন । তাঁদের অভিযোগ, গত দু'মাস ধরে বেতন পাচ্ছেন না । এ-বিষয়ে বিভিন্ন মহলে জানিয়েও কোনও লাভ হয়নি ।

এদিকে সামনেই পুজো । এই অবস্থায় বেতন ও বোনাস না পেয়ে সমস্যায় পড়েছেন কর্মীরা । অবিলম্বে বকেয়া টাকা না পেলে কর্মবিরতিতে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। কর্তৃপক্ষের তরফে কিছু বলতে চাওয়া হয়নি । তবে জানা গেছে, লোকাল ট্রেন না চলায় লঞ্চে সেভাবে যাত্রী হচ্ছে না । তাই লকডাউনের পর লঞ্চ চালু হলেও লোকসান হচ্ছে প্রতিদিন ।

হুগলি নদী জলপথ পরিবহনের কর্মী মনোজিৎ চক্রবর্তী জানান, দীর্ঘদিন ধরে আমরা বেতন পাচ্ছি না । মেলেনি পুজোর বোনাসও । যে কারণে তিনশোর বেশি কর্মী কার্যত অথৈ জলে । দীর্ঘদিন বেতন না হওয়ায় সংসার চালানো দায় হয়ে পড়েছে । আমাদের একাধিক কর্মীর পরিবারের লোকজন চিন্তায় আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিতে চাইছেন । বেতন সমস্যা কেন মেটানো সম্ভব হচ্ছে না তার কোনও সদুত্তর আমরা একাধিকবার জিজ্ঞাসা করেও পাইনি ।"

তিনি আরও বলেন, "রাজ্যের দুই মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ও লক্ষ্মীরতন শুক্লা আমাদেরকে জানিয়েছেন হুগলি নদী জলপথ পরিবহনকে বাঁচাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু'কোটি টাকা অনুদান দিয়েছেন । এর পরেও কেন আমাদের বেতন হয়নি তা নিয়ে আমাদের প্রশ্ন । এখনও পর্যন্ত আমরা কর্মবিরতির পথে হাঁটিনি । কারণ আমরা মুখ্যমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত । কাজ বন্ধ করে আন্দোলন করতে চাই না । কিন্তু যদি এভাবেই চলতে থাকে তাহলে আমাদের চূড়ান্ত পথ নিতে হবে । বাধ্য হয়েই কর্মীরা কর্মবিরতির পথে হাঁটবেন ।"

বকেয়া বেতন মেটানোর দাবিতে বিক্ষোভ

হাওড়া ও কলকাতা এই দুই শহরের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম তথা লাইফলাইন হল হুগলির জলপথ পরিবহন । বেতন সমস্যায় কর্মীরা কর্মবিরতির পথে হাঁটলে পুজোর মুখে নিত্যযাত্রীদের ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.