ETV Bharat / state

Minister Convoy Stop: রাস্তা নিয়ে অভিযোগ জানাতে মন্ত্রী মনোজের কনভয় আটকাল শিবপুরের মানুষ

author img

By

Published : Mar 13, 2023, 6:35 PM IST

রাস্তা নিয়ে অভিযোগ জানাতে শিবপুরের বিধায়ক তথা রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রীর কনভয় আটকালেন স্থানীয়রা (Manoj's Convoy Stops in Shibpur) ৷ রবিবার বিকেলে আড়ুপাড়া সভাষনগরে মনোজের গাড়ি আটকানো হয় ৷

Manoj's Convoy Stops in Shibpur ETV BHARAT
Manoj's Convoy Stops in Shibpur

শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারির কনভয় আটকাল স্থানীয়রা

শিবপুর (হাওড়া), 13 মার্চ: হাজার ব্যস্ততার মধ্যে প্রয়োজনীয় কাজে যাচ্ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি ৷ কিন্তু, হঠাৎই শিবপুর বিধানসভার জগাছা থানার আড়ুপাড়া সুভাষনগরে মন্ত্রীর গাড়ি আটকালেন স্থানীয়রা (People Stop Convoy of State Minister Manoj Tiwary) ৷ আর তাঁদের সকলের হাতেই ছিল শাসকদল তৃণমূল কংগ্রেসের পতাকা ৷ এমনই আশ্চর্য ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে ৷ কিন্তু, কেন ? তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের একটাই দাবি, রাস্তা ৷ এলাকার বেশির ভাগ রাস্তাই খারাপ বলে অভিযোগ করেন স্থানীয়রা ৷ সেই অভিযোগ পেয়ে রাস্তার পরিস্থিতি খতিয়েও দেখেন মনোজ তিওয়ারি ৷ আশ্বাস দিয়েছেন, দ্রুত তাঁদের সমস্যার সমাধান করবেন ৷

রবিবার বিকেলে শিবপুর বিধানসভার বিধায়ক তথা ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি কনভয় জগাছা থানার আড়ুপাড়া সুভাষনগর দিয়ে যাচ্ছিল ৷ পুলিশের কনভয় থাকায় স্থানীয়রা আগেই জানতে পেরেছিলেন যে, মন্ত্রী সেখান দিয়ে যাচ্ছেন ৷ তাই আগে থেকেই তৈরি ছিলেন তাঁরা ৷ মনোজ তিওয়ারির গাড়ি সুভাষনগরে পৌঁছাতেই কনভয়ের সামনে চলে আসেন সকলে ৷ তাঁদের হাতে ছিল তৃণমূল কংগ্রেসের পতাকা ৷ তৃণমূলের পতাকা হাতে তাঁর কনভয় আটকানো হয়েছে দেখে, গাড়ি থেকে নেমে আসেন মনোজ ৷ জানতে চান কী হয়েছে ?

মন্ত্রীর প্রশ্ন শেষ হওয়ার আগেই বেহাল রাস্তার অভিযোগ ধেয়ে আসে ৷ স্থানীয়দের অভিযোগ এলাকার বেশিরভাগ রাস্তাই খারাপ ৷ চলাচলের অযোগ্য ৷ এর পর এলাকার বেহাল রাস্তাগুলি পরিদর্শন করেন শিবপুরের বিধায়ক ৷ সবকিছু দেখে জায়গার নাম ঠিকানা-সহ সকল সমস্যা নথিভুক্ত করে নেন মনোজ তিওয়ারি ৷ সেই সঙ্গে তিনি বাসিন্দাদের আশ্বাস দিয়েছেন, এ নিয়ে তিনি নির্দিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলবেন এবং দ্রুত রাস্তা মেরামত করা হবে ৷

আরও পড়ুন: শিক্ষকদের ধর্মঘটের জেরে মিড-ডে মিল বন্ধ থাকায় বিক্ষোভ অভিভাবকদের

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করতে তাঁদের খুবই সমস্যা হয় ৷ বিশেষত, বাচ্চারা এই রাস্তা দিয়েই স্কুলে যায় ৷ ফলে যে কোনও মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা থেকে যায় ৷ মনোজ তিওয়ারি স্বীকার করে নিয়েছেন, আড়ুপাড়া থেকে সুভাষনগরের ভিতরে যেতে সংযোগকারী রাস্তার দশা খুুবই খারাপ ৷ আর যেহেতু, মানুষ তাঁকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছে ৷ তাই তাঁদের সমস্যার সমাধান করার দায়িত্ব তাঁর উপরেই বর্তায় ৷ মন্ত্রীর আশ্বাসবাণীতে খুশি স্থানীয়রাও ৷ তাঁরাও আশায় আছেন, মন্ত্রী দ্রুত তাঁর প্রতিশ্রুতি পালন করবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.