ETV Bharat / state

Nabanna Abhijan: 9টি যৌথ মঞ্চের নবান্ন অভিযান, নিয়োগে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

author img

By

Published : Dec 28, 2022, 10:46 PM IST

ETV Bharat
নবান্ন অভিযান

নয়টি যৌথ মঞ্চের নেতৃত্বে রাজ্যের সব যোগ্য প্রার্থীদের দ্রুত চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে নবান্ন অভিযান (Nabanna Abhijan) ।

নয়টি যৌথ মঞ্চের নবান্ন অভিযান

হাওড়া, 28 ডিসেম্বর: রাজ্যে সকল স্তরের যোগ্য চাকরি প্রার্থীদের দ্রুত নিয়োগের দাবিতে বুধবার 9টি চাকরি প্রার্থী মঞ্চ নবান্ন অভিযান করে ৷ মহাজোটের সদস্যরা সমস্যা কাটিয়ে তাদের অতি দ্রুত চাকরিতে নিয়োগের দাবিকে সামনে রেখে এই নবান্ন অভিযান করেন । নবান্ন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে কাজীপাড়ার মোড়ে তাঁদের আটকে দেয় হাওড়া সিটি পুলিশ ।

9টি চাকরি প্রার্থী মঞ্চের মহাজোটের পক্ষ থেকে জানান হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) জরুরিকালীন হস্তক্ষেপ করে সকল স্তরের যোগ্য কর্মপ্রার্থীদের সমস্যার সমাধান করতে হবে । পাশাপাশি তাদের অতি দ্রুত চাকরিতে নিয়োগ করতে হবে । মহাজোটের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ না-করলে এবং যোগ্য চাকরি প্রার্থীদের অতি দ্রুত চাকরিতে নিয়োগ না-করলে আগামিদিনে তারা রাজ্যপালের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ৷ তারা পুনরায় মহামিছিলের ডাক দেবেন বলে জানিয়েছে (Jobseekers protest) ।

আরও পড়ুন: শিলিগুড়িতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে নিয়োগে বঞ্চনার অভিযোগ নিয়ে হাজির চাকরিপ্রার্থী

এছাড়াও আগামী দিনে মহাজোটে আরও 4-5টি মঞ্চ অংশগ্রহণ করতে চলেছে । যার দরুণ চাকরি প্রার্থীদের মহাজোটের শক্তি যেমন বৃদ্ধি পেতে চলেছে ৷ তেমনই আরও বৃহত্তম আন্দোলনের পথ প্রস্তুত হতে চলেছে এমনটাই মনে করা হচ্ছে । নয়টি সংগঠনের যৌথ মঞ্চের অন্যতম নেতা আশিস খামরই বলেন, গত 19 ডিসেম্বরের মহামিছিল থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বার্তা দেওয়া হয়েছিল ৷ অবিলম্বে রাজ্যের যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত চালু করতে হবে । নয়টি চাকরি প্রার্থীদের যৌথ মঞ্চ থেকে এই ডাক দেওয়া হয়েছিল। পাশাপাশি তিনি অভিযোগ করে বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে আজও কোনও সদর্থক ভূমিকা ও আলোচনার বার্তাও আমরা পাইনি । তাই বুধবার আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি ।

তাদের তরফে আবেদন করা হয়েছে, নবান্ন থেকে দ্রুত বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়াতে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুন । এই বিষয়ে নবান্নের অধিকারিকদের পক্ষ থেকে মৌখিক আলোচনার কথা তাঁদের জানানো হয়েছিল । তবে তারা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন । বুধবার নয়টি সংগঠনের ন'জন প্রতিনিধি নবান্নে অধিকারিকদের সঙ্গে আলোচনার পরে পরবর্তী পদক্ষেপ নেবেন বলেই জানান ।

আরও পড়ুন: অবস্থান বিক্ষোভের 600 দিন, আচ্ছে দিনের অপেক্ষায় প্রহর গুনছেন চাকরিপ্রার্থীরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.