ETV Bharat / state

সরানো হল হাওড়ার পৌর কমিশনারকে, দায়িত্ব ধাবাল জৈনকে

author img

By

Published : Apr 29, 2020, 9:10 AM IST

নবান্ন সূত্রের খবর, বিজিন কৃষ্ণা অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম দপ্তরে জয়েন্ট সেক্রেটারি পদে যাচ্ছেন। আপাতত সেই পদের দায়িত্ব সামলাবেন বিজিন কৃষ্ণা ।

howrah
howrah

হাওড়া, 29 এপ্রিল : হাওড়া পৌরনিগমের কমিশনার পদ থেকে বিজিন কৃষ্ণাকে সরানো হল । গতকাল নবান্নের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয় । তাঁর পরিবর্তে হাওড়া পৌরনিগমের নতুন কমিশনার হচ্ছেন ধাবাল জৈন । তিনি বর্তমানে হাওড়ার অতিরিক্ত জেলাশাসক পদে রয়েছেন ।

নবান্ন সূত্রের খবর, বিজিন কৃষ্ণা অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম দপ্তরে জয়েন্ট সেক্রেটারি পদে যাচ্ছেন। আপাতত সেই পদের দায়িত্ব সামলাবেন তিনি।

2018 সালের 10 ডিসেম্বর মেয়াদ শেষ হয় হাওড়া পৌরনিগমের । এরপর বোর্ডহীন পৌরনিগমের দায়িত্বে আনা হয় একটি অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডকে । বিজিন কৃষ্ণা চেয়ারম্যান পদে ছিলেন । সদস্য হিসেবে ছিলেন রাজ্যের তিন মন্ত্রী অরূপ রায়, লক্ষ্মীরতন শুক্লা এবং রাজীব বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী ও এক বেসরকারি সংবাদমাধ্যমের শীর্ষ কর্তা । পরবর্তীতে সেই বোর্ড ভেঙে দেয় নবান্ন । বদলে পৌর কমিশনারকে অ্যাডমিনিস্ট্রেটরের দায়িত্ব দেয়া হয় । এরপর থেকেই কার্যত একা হাতে হাওড়া পৌরনিগম সামলাচ্ছিলেন বিজিন কৃষ্ণা । এবিষয়ে তিনি জানান, সরানোর কোনও কারণ জানানো হয়নি। শুধুমাত্র নতুন পোস্টিং অর্ডার এসেছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.