ETV Bharat / state

Businessman Murdered in Howrah পরপর ধারালো অস্ত্রের কোপ, হাওড়ায় ব্যবসায়ী খুনে চাঞ্চল্য

author img

By

Published : Aug 27, 2022, 1:11 PM IST

Updated : Aug 27, 2022, 2:04 PM IST

শুক্রবার রাতে ধারালো অস্ত্রের আঘাতে খুন হলেন হাওড়ার বাসিন্দা পেশায় ব্যবসায়ী তৈয়ব আলী (Businessman attacked by sharp weapon) ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Businessman Murder
হাওড়ার ব্যবসায়ী খুন

শিবপুর, 27 অগস্ট: ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার কোপ হাওড়ার ব্যবসায়ীকে ! শেষমেশ হাসপাতালে মৃত্যু হল ব্যবসায়ীর । হাওড়ার কাজিপাড়ার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে । জানা গিয়েছে শুক্রবার ভোর রাতে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে খুনের চেষ্টা করা হয় । আশঙ্কাজনক অবস্থায় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । কিন্তু সেখানে কিছুক্ষণ পরেই তিনি মারা যান ৷ পুলিশ সূত্রে খবর, মৃত ব্যবসায়ীর নাম হাজী (Howrah Businessman murdered by sharp weapon) ৷

তিনি হাওড়া শহরের 61 নম্বর কাজীপাড়া লেনের একটি আবাসনে ফ্ল্যাটের বাসিন্দা । কলকাতার চাঁদনিতে তাঁর ইলেকট্রনিক্স সামগ্রীর ব্যবসা আছে । প্রাথমিকভাবে তদন্তকারী পুলিশ অধিকারিকদের অনুমান, কেউ চপার জাতীয় কোনও ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপায় । এরপর তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে মৃত্যু হয় 53 বছর বয়সী ব্যবসায়ীর ৷ খবর পেয়ে ওই তাঁর বাড়িতে যায় শিবপুর থানার পুলিশ । গোটা ঘটনাটির তদন্তে নেমেছে পুলিশ । আশপাশে এলাকার সব ভিডিয়ো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন আধিকারিকরা ।

হাওড়ার শিবপুরে খুন ব্যবসায়ী, অভিযোগ আবাসনের আরেক বাসিন্দার প্রতি

আরও পড়ুন: 172 কোটির জরিমানা, 27 বছরের জেল, প্রতারণা মামলায় বিরল সাজা শোনাল আদালত

পুলিশের অনুমান, পরিচিত কোনও ব্যক্তি তাঁর সঙ্গে দেখা করতে এসে আক্রমণ করেছিল । গোটা ঘটনায় তাঁর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া । তাঁর এই পরিণতির কারণ কী, তা এখনও বুঝে উঠতে পারছেন না তাঁর পরিবারের সদস্যরা । যদিও যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাঁদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছে মৃতের পরিবারের সদস্যরা ।

Last Updated :Aug 27, 2022, 2:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.