ETV Bharat / state

Governor in Belur Math: চৈত্র সংক্রান্তিতে বেলুড় মঠে রাজ্যপাল, গঙ্গার জল যাচ্ছে কোচির রামকৃষ্ণ মিশনে

author img

By

Published : Apr 14, 2023, 1:32 PM IST

Governor in Belur Math
বেলুড় মঠে রাজ্যপাল

রাজ্যপালের উপস্থিতিতে বেলুড় মঠে মায়ের ঘাট থেকে সংগৃহীত গঙ্গা জল যাচ্ছে কোচি রামকৃষ্ণ মিশনে ৷ আজ সকালে রাজ্যপাল সি ভি আনন্দ বোস বেলুড়ে পৌঁছন ৷ সেখানে তাঁর হাতে এই গঙ্গাজল ভরতি কলসি তুলে দেন মহারাজরা ৷

বেলুড় মঠে কোচি রামকৃষ্ণ মিশনের জন্য গঙ্গাজল রাজ্যপালের হাতে তুলে দিলেন মহারাজরা

বেলুড়, 14 এপ্রিল: আজ চৈত্র সংক্রান্তি ৷ বাংলা ক্যালেন্ডার অনুসারে বছরের শেষ দিন ৷ শুক্রবার চৈত্র সংক্রান্তির সকালে বেলুড় মঠে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ দক্ষিণ ভারতে রামকৃষ্ণ মিশনের কোচি শাখার 75তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ ৷ এই অনুষ্ঠান উপলক্ষ্যে বেলুড় মঠের মায়ের ঘাট থেকে সংগৃহীত গঙ্গাজল পাঠানো হচ্ছে কোচির রামকৃষ্ণ মঠে । আজ তার প্রতীকী অনুষ্ঠানে কোচি শাখার তরফে গঙ্গাজলের কলসিটি গ্রহণ করেন বাংলার রাজ্যপাল ৷

শুক্রবার সকালে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচি আশ্রমের অধ্যক্ষ স্বামী ভুবনাত্মানন্দ ও আশ্রম ট্রাস্টের অন্য সদস্যরা ৷ রাজ্যপাল নিজে গঙ্গাজল ভরতি কলসিটি তুলে দেন কোচির রামকৃষ্ণ মিশনের মহারাজদের হাতে ৷ এই উদ্যোগ নেওয়ার জন্য রাজ্যপালকে ধন্যবাদ জানিয়েছেন মহারাজরা ৷ কোচির রামকৃষ্ণ মিশনের 75তম বর্ষের অনুষ্ঠান উদ্বোধনে ব্যবহার হবে বেলুড়মঠের মা সারদা দেবীর গঙ্গার ঘাট থেকে সংগৃহীত গঙ্গাজল ৷ কেরলের রামকৃষ্ণ মিশনের অনুষ্ঠানের জন্য গঙ্গার জল নিতেই তাঁর এই বেলুড় মঠে আগমন বলে জানা গিয়েছে ৷ বেলুড় মঠ সূত্রে জানানো হয়েছে, গঙ্গাজল ভরতি এই কলসটি কোচি আশ্রমের রামকৃষ্ণ মন্দিরের গর্ভগৃহে রক্ষিত হবে ৷

1 মে রামকৃষ্ণ মিশনের মঠের 125তম প্রতিষ্ঠা দিবস ৷ আর ক'দিনের মধ্যে সেই সমাবর্তন অনুষ্ঠান উদযাপন শুরু হতে চলেছে ৷ সূত্রের খবর, এদিন রাজ্যপাল সি ভি আনন্দ বোস রামকৃষ্ণ মিশন বলরাম মন্দিরে উপস্থিত থাকবেন ৷ এই বিষয়ে বেলুড় মঠের মহারাজদের সঙ্গে রাজ্যপালের আলোচনা হয়েছে ৷ উল্লেখ্য 28 মার্চ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বেলুড় মঠে এসেছিলেন রাজ্যপাল ৷ সেবার বেলুড় ঘুরে দেখে উচ্ছ্বসিত রাষ্ট্রপতি বলেন, "কলকাতায় এলেই বেলুড়ে আসব ৷" সেদিন তাঁর সঙ্গে রাজ্যপাল ছাড়াও রাজ্যের দুই মন্ত্রী বীরবাহা হাঁসদা এবং অরূপ বিশ্বাসও ছিলেন ৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে স্বাগত জানিয়েছিলেন বেলুড় মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ ৷

আরও পড়ুন: বেলুড় মঠ দর্শনে রাষ্ট্রপতি মুর্মু, সঙ্গী রাজ্যপাল বোস

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.