ETV Bharat / state

Durga Puja 2023: উলুবেড়িয়া থেকে উমার পাড়ি দুবাই ও লুক্সেমবার্গে

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 5:05 PM IST

Durga Puja
দুর্গা প্রতিমা

শুধু জেলা বা দেশের মধ্যে নয় ৷ এবার পুজোয় উলুবেড়িয়া থেকে মা দুর্গা পাড়ি দিচ্ছেন দুবাই ও লুক্সেমবার্গে ৷ মৃৎশিল্পী সঞ্জীব চন্দ্রের হাত ধরে ৷

উলুবেড়িয়া থেকে উমা পাড়ি দিচ্ছেন দুবাই ও লুক্সেমবার্গে

উলুবেড়িয়া, 30 সেপ্টেম্বর: আর অপেক্ষার 20 দিন । তারপরেই বাঙালি মেতে উঠবে দেবী দুর্গার আরাধনাতে । তবে শুধু বাংলা বা দেশের মানুষ নয়, দুর্গাপুজোয় একইভাবে আনন্দে মেতে ওঠেন প্রবাসী বাঙালিরাও ৷ তাই বিদেশেও দুর্গা প্রতিমার চাহিদা এখন বেশ ভালোই । তবে এতদিন কুমোরটুলি থেকে দুর্গা প্রতিমা পাড়ি দিত বিদেশের বিভিন্ন জায়গায় ৷ এবার ধীরে ধীরে সেখানে জায়গা করে নিচ্ছে অন্যান্য জেলাও ৷ এ বছর উলুবেড়িয়া থেকে ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে দুবাইয়ে পাড়ি দিচ্ছেন মা দুর্গা । উচ্চতায় 20 ইঞ্চির প্রতিমাটি তৈরি করেছেন ময়রাপাড়ার মৃৎশিল্পী সঞ্জীব চন্দ্র ৷

তিনি বলেন, "মূলত সোশাল মিডিয়ার মাধ্যমেই আমি এই প্রতিমা গড়ার বরাত পেয়েছি । ফেসবুকে আমার একটি পেজ আছে ৷ সেখানে আমার কাজ দেখে কলকাতা নিবাসী দেবাশিস ও তাঁর স্ত্রী আমার সঙ্গে যোগাযোগ করেন । ওঁনারাই কলকাতা থেকে বিমানে এই প্রতিমা নিয়ে দুবাইতে পাড়ি দেবেন । এই প্রতিমার কাজ এখন সম্পূর্ণ ।"

গত বছর তাঁর তৈরি কালী প্রতিমা বিদেশে গেলেও এই প্রথম উমা দুবাই যাচ্ছেন । পাশাপাশি 12 ইঞ্চির আরও একটি দুর্গা প্রতিমা পাড়ি দিচ্ছে লুক্সেমবার্গে । এই মৃৎশিল্পীর কথায়, গত বছর আমার তৈরি ফাইবারের প্রতিমা লুক্সেমবার্গে গিয়েছিল ৷ এবারেও 12 ইঞ্চির আরও একটি দুর্গা প্রতিমা লুক্সেমবার্গেও যাচ্ছে । তবে এই প্রথম আমার তৈরি প্রতিমা দুবাই যাচ্ছে । কীভাবে প্রতিমাগুলি তৈরি করেছেন জানালেন শিল্পী ৷ তাঁর বক্তব্য, "প্রতিমার সমস্ত অস্ত্র এবং অলংকার আমি এবং আমার স্ত্রী তৈরি করেছি । প্রতিমাটি তৈরি করতে আমার 22 দিন সময় লেগেছে । মূলত মাটি ও আলুমিনিয়ামের তার দিয়ে প্লাইয়ের উপর তৈরি হয়েছে প্রতিমাটি ।"

আরও পড়ুন: 'সব থেকে বড় দুর্গা' এবার সুদূর দুবাইতে, যাচ্ছে কুমোরটুলি থেকে

সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহেই সঞ্জীব চন্দ্রের প্রতিমাগুলি দুবাই রওনা দিয়েছে । এ বছর তিনি ছোট বড় সব মিলিয়ে মোট 10টি প্রতিমা তৈরি করেছেন । এই বছর প্রতিমা তৈরির বরাত বিদেশ থেকে আসার কারণে যথেষ্টই আনন্দিত উলুবেড়িয়ার ময়রাপাড়ার বাসিন্দা চন্দ্র পরিবার । সামনের বছরেও এভাবেই প্রভাসে থাকা বাঙালিদের জন্য প্রতিমা তৈরিতে মননিবেশ করবেন বলে জানিয়েছেন তাঁরা । নিজের তৈরি প্রতিমা বিদেশে পাড়ি দেওয়াতে যথেষ্টই খুশি শিল্পী সঞ্জীব চন্দ্রও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.