ETV Bharat / state

Eastern Railway: ধানবাদ শাখায় বেলাইন মালগাড়ি, দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ বদল পূর্ব রেলের

author img

By

Published : Oct 26, 2022, 3:00 PM IST

বিহারের গয়ায় ধানবাদ শাখায় মালগাড়ি বেলাইন হওয়ার জেরে বেশ কিছু যাত্রাপথ বদলে দিল পূর্বরেল(Eastern Railway)৷ কোন কোন ট্রেন বাতিল হল, কোনটার যাত্রাপথ কাটছাঁট করা হল জানতে পড়ুন এই প্রতিবেদন ৷

Etv Bharat
পূর্ব রেল

হাওড়া, 26 অক্টোবর: পূর্ব-মধ্য রেলের ধানবাদ শাখায় গুড়পা স্টেশনে বুধবার সকালে মালগাড়ি বেলাইন হওয়ার দরুণ একাধিক ট্রেনের যাত্রাপথ বদল করল পূর্ব রেল (Due to Derailment the Goods Train in Dhanbad Many Train Routes were Changed by Eastern Railway)

যাত্রাপথ বাতিল হওয়া ট্রেনগুলি হল :

12301 হাওড়া–নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস, 12313 শিয়ালদা-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস, 12259 শিয়ালদা-বিকানের দুরন্ত এক্সপ্রেস এবং 12175 হাওড়া-গোয়ালিয়র এক্সপ্রেস আসানসোল-ঝাঁঝা-পাটনা-পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে চলবে । পূর্ববর্তী রুট ছিল আসানসোল-ধানবাদ-গয়া-পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় । 12366 রাঁচি-পটনা এক্সপ্রেসের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হল রাঁচি-তরী-গারওয়া রোড-দেহরি-অন-শোনে-গয়া ৷ ট্রেনটির পূর্ববর্তী রুট ছিল রাঁচি-বোকারো স্টিল সিটি-গোমো-গয়া ।

12381 হাওড়া-নয়াদিল্লি পূর্বা এক্সপ্রেস, 13151 কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস এবং 12319 কলকাতা-আগ্রা ক্যান্টনমেন্ট এক্সপ্রেস আসানসোল-ঝাঁঝা-পটনা-পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন দিয়ে যাত্রা করবে । ট্রেনগুলোর পূর্ববর্তী রুট ছিল আসানসোল-ধানবাদ-গয়া-পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন ।

12260 বিকানের-শিয়ালদা এক্সপ্রেস, 12988 আজমের-শিয়ালদা এক্সপ্রেস, 12382 নয়াদিল্লি-হাওড়া পূর্বা এক্সপ্রেস এবং 13152 জম্মু তাওয়াই-কলকাতা এক্সপ্রেস গয়া-কিউল-ঝাঁঝা-আসানসোল হয়ে চলবে । ট্রেনগুলোর পূর্ববর্তী রুট ছিল গয়া- ধানবাদ-আসানসোল। 12444 আনন্দ বিহার–হলদিয়া এক্সপ্রেস পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়-পাটনা-ঝাঁঝা-আসানসোল হয়ে চলবে। ট্রেনটির পূর্ববর্তী রুট ছিল গয়া-ধানবাদ-আসানসোল ৷

এছাড়াও যে ট্রেনগুলোর যাত্রাপথ কাটছাঁট করা হয়েছে সেগুলি হল :
13545 আসানসোল-গয়া এক্সপ্রেস বাতিল করা হয়েছে ।

যাত্রাপথ কমিয়ে আনা হয়েছে যে ট্রেনগুলির :

ধানবাদ থেকে 13553 আসানসোল-বারাণসী এক্সপ্রেস ও তাঁকুপ্পা থেকে 13546 গয়া-আসানসোল এক্সপ্রেস তাঁকুপ্পা থেকে ।
যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে দুঃখপ্রকাশ করেছে পূর্বরেল(Eastern Railway Update)।

আরও পড়ুন : বিহারের গয়ায় লাইনচ্যুত মালগাড়ি, ক্ষতিগ্রস্ত 53টি বগি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.