ETV Bharat / state

CPIM Sweet Distribution: পঞ্চায়েত ভোটে কারচুপির অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদে রসগোল্লা বিলি সিপিএমের

author img

By

Published : Jul 24, 2023, 5:51 PM IST

CPIM Sweet Distribution
CPIM Sweet Distribution

CPIM Sweet Distribution in Howrah: পঞ্চায়েত নির্বাচনে কারচুপি করে জিতেছে তৃণমূল ৷ এই অভিযোগে সরব হয়ে সিপিএমের অভিনব প্রতিবাদ ৷ সাধারণ মানুষকে রসগোল্লা খাইয়ে দাবি, আসলে জনমত তাঁদের পক্ষেই ছিল ৷ তাই ধন্যবাদ জানাতেই মিষ্টি বিতরণ ৷

পঞ্চায়েত ভোটে কারচুপির অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদে রসগোল্লা বিলি সিপিএমের

হাওড়া, 24 জুলাই: মার্কসবাদী পার্টির গান্ধিগিরি ! ভোট পেয়ে কৃতজ্ঞতা জানাতে সাধারণ মানুষকে রসগোল্লা খাওয়ালো সিপিএম ৷ তাও আবার লাল রঙের ৷ রবিবার হাওড়ার ডোমজুড় ব্লকের লক্ষ্মণপুরে এমনই দৃশ্য সামনে এসেছে ৷ যদিও যেখানে রসগোল্লা বিলি করা হয়েছে, সেখানে জিততেই পারেনি সিপিএমের কোনও প্রার্থী ৷ তার পরও কেন মিষ্টি বিতরণ, উঠছে সেই প্রশ্ন ৷

CPIM Sweet Distribution
বিলি করার জন্য সিপিএমের লাল রঙের মিষ্টি

সিপিএমের গান্ধিগিরি: আর এইখানেই প্রাসঙ্গিক হয়ে উঠেছে সিপিএমের গান্ধিগিরির বিষয়টি ৷ তাদের দাবি, আসলে এলাকার মানুষ সিপিএমকেই ভোট দিয়েছিলেন ৷ কয়েকজন সিপিএম প্রার্থী জিতেও ছিলেন ৷ কিন্তু তাঁদের জয়ের শংসাপত্র কেড়ে নিয়ে ওই আসনগুলিতে তৃণমূলকে জিতিয়ে দেওয়া হয় ৷ আবার অনেক ক্ষেত্রে গণনার সময় কারচুপি করে হারানো হয়েছে সিপিএম প্রার্থীদের ৷ সেই কারণেই তাঁরা মিষ্টি বিলি করে সাধারণ মানুষকে ভোট দেওয়ার জন্য ধন্যবাদ জানালেন এবং মনে করিয়ে দিলেন তৃণমূলের এই জয় আসলে মানুষের রায় নয়, সন্ত্রাসের ফল ৷

আরও পড়ুন: পাঁচলা নিয়ে চাপ আরও বাড়াল বিজেপি, মহিলা কর্মীর উপর নির্যাতনের অভিযোগে সরব শুভেন্দুরা

সিপিএমের অভিযোগ, মাকড়দহ-2 গ্রাম পঞ্চায়েতে ভোটের দিন সকাল থেকেই সেখানে বুথ দখল ও ছাপ্পা ভোট করেছে তৃণমূল ৷ এরপর ভোট গণনার দিনও ডোমজুড় ব্লকের আজাদ কলেজের গণনা কেন্দ্রে ব্যাপক কারচুপি করা হয় ৷

লক্ষ্মণপুর গ্রাম পঞ্চায়েতের এক সিপিএম প্রার্থী শ্রীকুমার নস্করের অভিযোগ, ‘‘গণনার দিনে আমরা ভোটে জিতে গেলেও তার সার্টিফিকেট কেড়ে নেয় তৃণমূল কর্মীরা । আমাকে ও আমাদের কাউন্টিং এজেন্টদের বেধড়ক মারধর করা হয় । জোর করে সার্টিফিকেট কেড়ে নেওয়ার পর আমাকে হারিয়ে দেওয়া হয় ।’’

তারই প্রতিবাদে গণনাপর্ব পেরিয়ে যাওয়ার 12 দিন পর রবিবার রাস্তায় নামেন সিপিএম কর্মীরা ৷ অবরোধ বা বিক্ষোভ নয়, বরং স্থানীয় মানুষকে রসগোল্লা খাইয়ে প্রতিবাদ করেন তাঁরা ৷ প্রায় ছ’হাজার লাল রঙের রসগোল্লা বিলি করা হয় ৷ এলাকার বিজেপি, এমনকী তৃণমূল কংগ্রেস কর্মীদেরও রসগোল্লা খাওয়ানো হয়েছে বলে সিপিএমের দাবি ৷

CPIM Sweet Distribution
হাওড়ার ডোমজুড়ে মিষ্টি বিলি করছে সিপিএম৷

তৃণমূলের বক্তব্য: যদিও তৃণমূলের স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকে অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে । তৃণমূল নেতৃত্বের বক্তব্য, সংবাদ মাধ্যমের খবর দেখেই সিপিএম এই ধরনের পুরোপুরি মিথ্যে অভিযোগ তুলেছে । তাদের যদি সন্দেহ থাকে, তাহলে গণনা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখুক । এমনকী তারা হাইকোর্টের দ্বারস্থ হয়ে যাচাই করে নিতে পারে যে কারা সত্যি আর কারা মিথ্যে কথা বলছে ।

আরও পড়ুন: 44টি ব্যালট উদ্ধারের দাবি সিপিএমের, তৃণমূল বলছে 'পূর্ব পরিকল্পিত চাল'

প্রসঙ্গত, গত সপ্তাহে হাওড়ার পাঁচলার ব্লক উন্নয়ন আধিকারিককে কালো গোলাপ ও মিষ্টির বাক্স দিয়ে গান্ধিগিরি দেখান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । ‘এত সুন্দর ভোট লুটের আয়োজন করানোর’ জন্য তিনি বিডিও-কে ধন্যবাদ জানিয়ে আসেন । এবার সিপিএমও গান্ধিগিরির পথ ধরে তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ করল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.