ETV Bharat / state

Poster against TMC MLA: তৃণমূল বিধায়কের নামে 'চিটিংবাজ' ও 'ধান্দাবাজ' লেখা পোস্টার হাওড়ায়

author img

By

Published : Dec 14, 2022, 4:19 PM IST

এবার পোস্টার পড়ল শাসকদলের জেলা সভাপতি তথা বিধায়কের নামে (Poster against TMC MLA) ৷ পোস্টারে লেখা রয়েছে 'চিটিংবাজ' ও 'ধান্দাবাজ' ৷ আর এই পোস্টার লাগিয়েছে তৃণমূলেরই কর্মীর বলে অভিযোগ । যাকে ঘিরে দলের অভ্যন্তরেই ছড়াল চাঞ্চল্য ।

Poster against TMC MLA
Poster against TMC MLA

হাওড়া, 14 ডিসেম্বর: শাসক দলের অন্তরেই দেখা দিল দন্দ্ব ৷ পোস্টার পড়ল তৃণমূল কংগ্রেসের হাওড়া সদর জেলা সভাপতি ও ডোমজুড় বিধানসভার বিধায়ক কল্যাণ ঘোষের (Kalyan Ghosh) নামে ৷ আর এই ব্যানারকে কেন্দ্র করে শাসকদলের অভ্যন্তরে ছড়িয়েছে চাঞ্চল্য (Controversy over Poster against TMC MLA) । পোস্টারে লেখা রয়েছে কল্যাণ ঘোষ সবচেয়ে বড় 'ধান্দাবাজ','তোলাবাজ' ও 'চিটিংবাজ' । আর ব্যানারের নিচে লেখা রয়েছে প্রচারে তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ ।

প্রসঙ্গত, 2021 সালের বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে শাসকদল থেকে বিজেপিতে যোগদানকারী নেতাদের উল্লেখ করে এই ধরণের পোস্টার ও ব্যানার পড়েছিল ৷ যাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল। ফের নির্বাচনের পর বিপুল ভোটে জয়ী হওয়া ডোমজুড় কেন্দ্রের বিধায়কের নামে এই ধরনের ব্যানারকে কেন্দ্র করে শাসকদলের ভিতরেই দ্বন্দ্ব ছড়িয়েছে ।

যদিও বিষয়টি নিয়ে তৃণমূলের (TMC) কেউ মুখ খুলতে রাজি হয়নি ৷ তবে এই ব্যানারের পিছনে বিজেপির (BJP) হাত রয়েছে বলেই অভিযোগ করা হচ্ছে শাসকদলের তরফে ৷ বিজেপির রাজ্য সম্পাদক (State president) উমেশ রাই বলেন, "এতদিন বিরোধী দল থেকে শাসক দলের নেতাদের চোর বলা হচ্ছিল ৷ এখন শাসক দলের কর্মীরাই তাদের নেতৃত্বকে চোর সম্বোধন করছে ।"

আরও পড়ুন: আমি এলাকায় না এলে কি আমার ভূত আসে ? 'নিরুদ্দেশ' পোস্টার নিয়ে পালটা প্রশ্ন কাঞ্চনের

তিনি আরও বলেন, "তৃণমূলে ধান্দাবাজ, তোলাবাজদের জায়গা করে দেওয়া হয়েছে । ওই দলের ভিতরে অনেক দুর্নীতি রয়েছে । এখন সেটা দলের কর্মীরাই বলছেন । বিজেপি এতদিন ধরে যে অভিযোগ করে আসছে, সেটাই সত্যি বলে প্রমাণ হচ্ছে । তৃণমূল এবার ধান্দাবাজ, তোলাবাজদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়, এখন সেটাই দেখার ।" যদিও এই ঘটনার প্রেক্ষিতে ডোমজুড়ের বিধায়ক ও সদর তৃণমূল সভাপতি কোনও মন্তব্য করতে চাননি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.