ETV Bharat / state

National Teachers Award: জাতীয় শিক্ষকের সম্মান পাচ্ছেন হাওড়ার শিক্ষক

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2023, 9:28 PM IST

জাতীয় শিক্ষক সম্মানে ভূষিত হতে চলেছেন হাওড়ার রঘুনাথপুর নফর একাডেমির প্রধান শিক্ষক ডঃ চন্দন মিশ্র ৷ 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন দিল্লিতে রাষ্ট্রপতির হাত থেকে এই পুরস্কার নেবেন তিনি ৷

Etv Bharat
হাওড়ার নিশ্চিন্দা রঘুনাথপুর নফর একাডেমির প্রধান শিক্ষক ডঃ চন্দন মিশ্র

রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় শিক্ষকের সম্মান পাচ্ছেন হাওড়ার শিক্ষক

হাওড়া, 30 অগস্ট: 'জাতীয় শিক্ষক সম্মান' রাষ্ট্রপতি পুরস্কার পেতে চলেছেন হাওড়ার নিশ্চিন্দা রঘুনাথপুর নফর একাডেমির প্রধান শিক্ষক ডঃ চন্দন মিশ্র । দিল্লির রাষ্ট্রপতি ভবনে বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর হাতে 2023 সালের জাতীয় শিক্ষকের পুরস্কার তুলে দেবেন ।

সারা দেশ থেকে বাছাই করা 50 জন শিক্ষকদের যে চূড়ান্ত তালিকা মনোনীত করা হয় তাদের মধ্যে 20 নম্বর স্থানে রয়েছেন হাওড়ার এই শিক্ষক । এই বিষয়ে চন্দনবাবু বলেন, "আগামী 3 সেপ্টেম্বর আমাকে রাজধানীতে আমন্ত্রণ জানানো হয়েছে । আগামী 5 সেপ্টেম্বর রাষ্ট্রপতি আমার হাতে জাতীয় শিক্ষকের পুরস্কার তুলে দেবেন ।"

স্কুল শিক্ষক জাতীয়স্তরে সম্মান পাওয়াতে স্বভাবতই খুশির হাওড়া রঘুনাথপুর নফর একাডেমি স্কুলে । একইভাবে আপ্লুত শিক্ষক চন্দন মিশ্র বলেন, "22 বছর আগে শিক্ষকতার সঙ্গে যুক্ত হয়েছি । 2022 সালে রাজ্য সরকার আমাকে 'শিক্ষারত্ন' সম্মানে ভূষিত করেন । এবার জাতীয় সম্মানে আমি গর্বিত ।"

আদতে উত্তর 24 পরগনার বরানগরের বাসিন্দা চন্দনবাবুর শিক্ষকতার জীবন শুরু 2001 সাল থেকে । প্রথম প্রায় চার বছর শিক্ষকতা করেন কলকাতার খিদিরপুর একাডেমি স্কুলে । সেখান থেকে বদলি হয়ে গ্রামীণ হাওড়ার বাগনান কুলগাছিয়ার কামিনা হাইস্কুলে আসেন । সেখানে প্রায় 10 বছর শিক্ষকতা করেন । চন্দনবাবুর কথায় বলেন, "আমি অন্যান্য শিক্ষকদের মতোই একজন মানুষ গড়ার কারিগর । ভবিষ্যৎ প্রজন্মকে আরও উন্নত করার যে স্বপ্ন আমি দেখি এই সম্মান আমাকে আগামিদিনে সেই কাজে আরও উৎসাহ দেবে ।"

এডুকেশন বিষয়ে বিএড এবং পিএইচডি করেছেন চন্দনবাবু । তিনি বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম হাইস্কুল থেকে উত্তীর্ণ হয়ে স্কটিশ চার্চ কলেজে স্নাতকস্তর অতিক্রম করেন । এরপর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যলয়, ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা সম্পূর্ণ করেন ।

আরও পড়ুন : একমাত্র শিক্ষক অসুস্থ থাকায় 7-8 মাস বন্ধ স্কুল, পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় অভিভাবকরা

তাঁর বর্তমান স্কুলের ইংরেজির সহ শিক্ষক প্রতাপ চন্দ্র দাস বলেন,"প্রধান শিক্ষকের এই সম্মানে আমরা খুশি ৷ এতে আমাদের দায়িত্ববোধ আরও বেড়ে গেল । সমাজের প্রতি যে দায়বদ্ধতা রয়েছে সেই সর্বোচ্চ সীমাকে লঙ্ঘন করে আরও ভালো কিছু করার চেষ্টা চালাতে হবে ।" অপর এক সহ শিক্ষক দীপ্ত নস্করের কথায়, "উনি এই স্কুলে আসার পর থেকে স্কুলকে এক অনন্য মাত্রা দিয়েছেন । ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের একত্রিত করে তিনি তাঁর পাণ্ডিত্য ও মানবীয় চেতনার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছেন । এই সম্মান শুধু তাঁর একার নয়, এটা এই এলাকার সকলের সম্মান ।"

প্রধান শিক্ষকের এই সম্মানে খুশি অভিভাবকরাও ৷ এক অভিভাবক ঝন্টু সাহা বলেন,"উনি এই স্কুলে নিয়মশৃঙ্খলার মাধ্যমে অনেক ভালো করেছেন । ওনার এই পুরস্কারের জন্য গর্ববোধ হচ্ছে । আমার ছেলে এই স্কুলের ছাত্র যার শিক্ষক রাষ্ট্রপতির হাতে জাতীয় শিক্ষকের মর্যাদা পাচ্ছেন ।"

আরও পড়ুন : আরবি ভাষায় বুঝতেন না অর্থ, বাংলায় কোরান অনুবাদ করলেন বিজ্ঞানের শিক্ষক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.