ETV Bharat / state

গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ, তারপর বাড়ি ঢোকার অনুমতি বিজেপি কর্মীদের

author img

By

Published : Jun 25, 2021, 8:24 PM IST

ঘরছাড়া বিজেপি কর্মীরা ডোমজুড়ের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের কাছে ঘরে ফেরার ব্যবস্থা করার জন্য আবেদন করেন ৷ সেই আবেদনের ভিত্তিতে আজ 30 জন বিজেপি কর্মীর ঘরে ফেরার ব্যবস্থা করা হয় ৷ তবে তার জন্য প্রায়শ্চিত্ত করতে হয় প্রত্যেককে ৷

BJP Workers of Domjur
ছবি

ডোমজুড়, 25 জুন : ডোমজুড়ের ঘর ছাড়া বিজেপি পরিবারগুলিকে ঘরে ফেরাল তৃণমূল কংগ্রেস । তবে সহজে 'মাফ' করা হয়নি বিজেপি কর্মী ও সমর্থকদের ৷ রীতিমতো প্রায়শ্চিত্ত করে তারপর বাড়িতে ঢুকতে পেরেছেন ৷ গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করে তারপর এলাকায় ফেরানো হয় তাঁদের ৷

ভোটের পর থেকেই ডোমজুড় বিধানসভা কেন্দ্রের অনেক বিজেপি কর্মী ও সমর্থক ঘরছাড়া ৷ বিজেপির অভিযোগ, নির্বাচনী ফলঘোষণার পর থেকেই তৃণমূল কর্মীরা তাঁদের উপর হামলা চালায় ৷ তাই নিজেদের প্রাণ বাঁচাতে ঘর ছাড়া হয়েছিলেন বিজেপির বহু কর্মী । এবার তাঁদের ঘরে ফেরানোর ব্যবস্থা করল তৃণমূল ৷ উদ্যোগে ডোমজুড়ের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ ৷

বাড়ি ফিরতে চেয়ে বিধায়কের কাছে লিখিত আবেদন জানান বিজেপি সমর্থকরা ৷ সেই আবেদনের ভিত্তিতে আজ ডোমজুড়ের 30 জন কর্মীকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করেন কল্যাণ ঘোষ ।

গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণের পর বাড়ি ফিরলেন বিজেপি কর্মীরা

এদিকে আজ ঘরে ফেরা বিজেপি কর্মীরা বিজেপি নেতা ও ডোমজুড়ের পরাজিত বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন । তাঁদের বক্তব্য, রাজীব বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনাতেই তাঁরা বিজেপিতে এসেছিলেন । কিন্তু ভোটের ফলাফল ঘোষণার পর থেকে আজ পর্যন্ত সেই কর্মী ও সমর্থকদের কোনও খোঁজ নেননি রাজীব । তারপর থেকেই আতঙ্কে নিজেরাই এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিলেন তাঁরা । এরপরে কল্যাণ ঘোষকে চিঠি দিয়ে তাঁরা ঘরে ফেরার আবেদন জানান ।

আরও পড়ুন : ন্যাড়া হয়ে গঙ্গাজল ছিটিয়ে তৃণমূলে যোগ একঝাঁক বিজেপি কর্মীর

বিজেপি কর্মী ও সমর্থকদের গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ প্রসঙ্গে বিজেপি নেতা উমেশ রাই বলেন, "যাঁরা দলের নিচু তলার কর্মী, তাঁদের কোথাও গোবর ছিটিয়ে, কোথাও গোবরজল ছিটিয়ে শুদ্ধ করা হচ্ছে ৷ যদি বিজেপি এতই অচ্ছুত দল হয়, মুকুল রায়ের মতো যাঁরা তৃণমূলে ফিরে গিয়েছেন, তাঁদের কেন গঙ্গাজলে শুদ্ধিকরণ করা হল না ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.