ETV Bharat / state

উদ্বোধনের পরই বেলুড়ের যোগা হাসপাতালের পরিকাঠামো ঘিরে প্রশ্ন

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 11:01 PM IST

ETV Bharat
বেলুড়ের যোগা হাসপাতালের পরিকাঠামো ঘিরে প্রশ্ন

Yoga Naturopathy Medical College and Hospital in Belur: চারদিন হল উদ্বোধন হয়েছে, তার মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বেলুড়ের যোগা হাসপাতালের পরিকাঠামো নিয়ে ৷ এই বিষয়ে কী বলছে রাজ্য ?

বেলুড়, 21 নভেম্বর: চারদিন আগে 17 নভেম্বর রাজ্যের প্রথম যোগা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উদ্বোধন হয় বেলুড়ে । এর মধ্যেই হাসপাতালের পরিকাঠামো নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ হাসপাতালে নেই কোনও এমডি চিকিৎসক । যোগা কলেজে এখনও কোনও যোগা শিক্ষক নেওয়া হয়নি । একজনই বিএনওয়াইএস পাশ যোগা চিকিৎসক থাকলেও তাঁর এমডি ডিগ্রি নেই । এছাড়াও কলেজের অধ্যক্ষ করা হয়েছে রাজ্যের আয়ুর্বেদ শাখার অধিকর্তা তথা আয়ুর্বেদের শিক্ষক-চিকিৎসক দেবাশিস ঘোষকে । যোগা কলেজে আয়ুর্বেদ প্রশিক্ষিত ব্যক্তি অধ্যক্ষ কেন ? এ নিয়েই উঠেছে বড়সড় প্রশ্ন ।

যদিও এই বিষয়ে রাজ্যের এক শীর্ষকর্তা বলেন, "এই প্রতিষ্ঠানের নিয়োগবিধি এখনও মন্ত্রিগোষ্ঠীর ছাড়পত্র পায়নি । আশা করছি, শীঘ্রই পাবে । তখন স্থায়ী অধ্যক্ষ পেতে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ করব । যোগা পাঠ্যক্রমের প্রথম দু'বছরের পড়াশোনা এমবিবিএস পাঠ্যক্রমের প্রথমদিকের সমতুল্য । তাই অ্যালোপ্যাথিক শিক্ষক চিকিৎসক থাকা আবশ্যক । সেই ব্যবস্থাই করা হয়েছে । নিয়োগবিধির ছাড়পত্র পেলে ধাপে ধাপে লোক নিয়োগও শুরু হয়ে যাবে ।"

জানা গিয়েছে, এই মেডিক্যাল কলেজের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 24 ধরনের ক্যাডারের 101টি নতুন পদ সৃষ্টি করেন । সম্প্রতি একজন অ্যাকাউন্টস অফিসারও নিয়োগ করা হয়েছে । হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে 10 জন কর্মবন্ধু এবং দু'জন ডেটা এন্ট্রি অফিসার পাঠাতেও বলা হয়েছিল । সব মিলিয়ে রাজ্যেরই বিভিন্ন মেডিক্যাল প্রতিষ্ঠান থেকে প্রায় 40 জনকে ডিটেইলমেন্টে আনা হয়েছে ।

বেলুড়ের পাঁচতলা বিল্ডিংয়ের এই হাসপাতালে বর্তমানে রয়েছে 120টি শয্যা । এর মধ্যে পুরুষদের জন্য 60টি এবং মহিলাদের জন্য 60টি । ছাত্রছাত্রীদের জন্য আলাদা হস্টেলও রয়েছে । 70 কোটি টাকা ব্যয়ে এই হাসপাতালটি তৈরি করেছে রাজ্য সরকার । শিক্ষক ও অশিক্ষক-কর্মী মিলিয়ে 101 জনকে নিয়োগ করা হয়েছে । তার সঙ্গে, নিট উত্তীর্ণ হয়ে বর্তমান 46 জন পড়ুয়া এই হাসপাতালে ভর্তি হয়েছে । মোট আসন সংখ্যা 50 । তবে উদ্বোধনের পর থেকেই হাসপাতালে পঠন-পাঠন শুরু হয়ে গিয়েছে ।

আরও পড়ুন :

1 হৃদরোগ-ক্যানসার চিকিৎসায় সুপার স্পেশালিটি হাসপাতাল করতে চান দেবী শেঠী, ঘোষণা বিশ্ববঙ্গ সম্মেলনের মঞ্চে

2 চলতি বছরেই নতুন আইসিইউ পেতে চলেছে এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ড

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.