ETV Bharat / state

Dengue Death: ডেঙ্গিতে যুবকের মৃত্যু, উত্তরপাড়ায় গেল স্পেশাল টিম

author img

By

Published : Aug 1, 2022, 5:09 PM IST

Dengue Death News
করোনা মধ্যেই ডেঙ্গুতে যুবকের মৃত্যু

উত্তরপাড়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে ডেঙ্গুতে একজন যুবকের মৃত্যু পর্যন্ত হয়েছে । ডেঙ্গি প্রতিরোধ করতে জেলা স্বাস্থ্য দফতর থেকে বিশেষ টিম আসে উত্তরপাড়ায় । (Dengue Death) ৷

উত্তরপাড়া, 1 অগস্ট: করোনার আতঙ্কের পর ডেঙ্গির থাবা হুগলিতে । উত্তরপাড়া পৌরসভা জুড়ে ডেঙ্গির আতঙ্কে ভুগছে মানুষ (Dengue Death)। সম্প্রতি উত্তরপাড়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে ডেঙ্গিতে একজন যুবকের মৃত্যু পর্যন্ত হয়েছে । কয়েকদিন আগে অরিজিৎ কুমার নামে বছর তিরিশের ওই যুবকের মৃত্যু হয়। তাছাড়া পৌরসভার জুড়ে সাত থেকে দশজন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বলে খবর । পৌরসভা থেকে নাগরিকদের সচেতন হওয়ার বার্তা দেওয়া হলে তাতে কাজের কাজ হয়নি ৷

রবিবার ডেঙ্গি প্রতিরোধ করতে জেলা স্বাস্থ্য দফতর থেকে বিশেষ টিম উত্তরপাড়ায় যায় । তারা বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখে । তাদের চোখেও ডেঙ্গির লার্ভা ধরা পড়েছে ৷ ধরা পড়েছে অসচেতনতার ছবিও ৷ বিভিন্ন জায়গায় আবর্জনা ও জমা জল দেখা গিয়েছে । বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছেন ওই প্রতিনিধি দলের সদস্যরা ৷ তাঁদের মশাবাহিত রোগ সম্পর্কে সচেতন করা হয়েছে ৷

করোনা মধ্যেই ডেঙ্গুতে যুবকের মৃত্যু

আরও পড়ুন: কলকাতায় ডেঙ্গু রুখতে নিজেরা সতর্ক হোন, বার্তা চিকিৎসকদের

স্থানীয় মানুষের দাবি, বেশ কিছু জায়গা অপরিষ্কার থাকার কারণেই রোগ ছড়াচ্ছে । তাঁদের তরফেও যে উদাসীনতা আছে তাও মেনে নিয়েছেন অনেকেই। স্থানীয় বাসিন্দা অসীম সর্দার বলেন, "রাস্তা অপরিস্কারের জন্য আরও সমস্যা হচ্ছে । বাড়ির বাচ্চাদের জন্য চিন্তা বেশি ৷" শ্রীরামপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সুমন মণ্ডল বলেন, "বেশ কিছু জায়গায় আবর্জনা ও জমা জল রয়েছে । একটা জায়গায় ডেঙ্গুর লার্ভা ও মশা পাওয়া গিয়েছে । বাড়ি বাড়ি সার্ভে টিম কাজ করছে ।" উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বলেন, "উত্তরপাড়ায় কয়েকজনের ডেঙ্গি হয়েছে । জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর পরিদর্শনে এসেছে । মানুষকে সচেতন করছি ৷ চেষ্টা করছি সচেতন করা যায় । জঞ্জাল পরিষ্কার করার চেষ্টা করছি । আমাদের স্বাস্থ্য কর্মীদের কথা শোনা অনুরোধ করব । কিছু টবে ও ভাঁড়ে জমা জলে ডেঙ্গুর লার্ভা পাওয়া গিয়েছে । প্রশাসন তৎপরতার সঙ্গে কাজ করছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.