ETV Bharat / state

Governor Arrives Rishra: অশান্ত রিষড়ায় পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

author img

By

Published : Apr 4, 2023, 12:52 PM IST

Updated : Apr 4, 2023, 1:46 PM IST

মঙ্গলবার সকালে দার্জিলিং থেকে কার্যত ছুটে এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ কলকাতায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রিষড়ার অশান্ত এলাকা পরিদর্শনে পৌঁছন ৷

Governor Arrives Rishra
রাজ্য়পাল সি ভি আনন্দ বোস

কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি রাজ্যপাল সি ভি আনন্দ বোস

কলকাতা ও রিষড়া, 4 এপ্রিল: রিষড়ায় পৌঁছলেন রাজ্যপাল ৷ গতকাল রাতে ফের উত্তপ্ত হয়ে ওঠে রিষড়া ৷ এরপর মঙ্গলবার দার্জিলিংয়ে কর্মসূচি বদলে তড়িঘড়ি কলকাতায় আসেন ৷ সাংবাদিকদের সঙ্গে কথা বলেই রিষড়ায় পৌঁছন তিনি ৷ সেখানে ঘটনাস্থল খতিয়ে দেখছেন তিনি ৷ সোমবার রাতে 4 নম্বর রেলগেট এলাকায় বোমাবাজি, পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার ঘটনা ঘটে ৷ সেই জায়গায় যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস ৷ তবে তাঁকে ঘিরে ছিল কড়া পুলিশি নিরাপত্তা ৷ পরিস্থিতি নিজের চোখে খতিয়ে দেখেন তিনি ৷ পাশাপাশি পুলিশ কমিশনারের সঙ্গেও কথা বলে ঠিক কী কী হয়েছে, তা জানলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস ৷

মঙ্গলবার সকালে কলকাতা বিমানবন্দরে রাজ্যপাল বলেন, "আমরা সবাই জানি, গত কয়েক দিন ধরে রাজ্যে একের পর এক অশান্তির ঘটনা ঘটছে ৷ এই পরিস্থিতি যারা তৈরি করেছে, তাদের আইনের আওতায় শাস্তি দেওয়া হবে ৷ অশুভ শক্তিকে বরদাস্ত করা হবে না ৷ যারা খারাপ কাজ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷ বাংলার মানুষকে আর এই পরিস্থিতি সহ্য করতে হবে না ৷ মানুষের শান্তিতে থাকার অধিকার আছে ৷ সেই অধিকারকে যে কোনও মূল্যে প্রতিষ্ঠা করতে হবে ৷ আমরা বাংলার মানুষের সঙ্গে আছি ৷ এক্ষেত্রে কোনও মতানৈক্য নেই ৷ আমরা সবাই ঐক্যবদ্ধ ৷ এই শক্তিকে রুখতে একসঙ্গে কাজ করব ৷ মানুষ যাতে মুক্ত, শান্তিপূর্ণ আবহাওয়ায় বাস করতে পারে, রাজনৈতিক হিংসা পুরোপুরি দূর করা হবে ৷ রাজনৈতিক হানাহানি ও অশান্তির পরিস্থিতি দমনে কোনও বাধা বরদাস্ত করা হবে না ৷"

আরও পড়ুন: বোমাবাজি-পুলিশের গাড়িতে আগুন, উত্তপ্ত রিষড়ায় পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

রিষড়াতেও তিনি সাংবাদিকদের মুখোমুখি হন ৷ তিনি এখানে বলেন, " ঠিক কী ঘটেছে তা নিজের চোখে দেখতে এসেছি ৷ আমি আশ্বস্ত করছি, দেখব, বিশ্লেষণ করব, সিদ্ধান্ত নেব এবং তারপর কঠিন পদক্ষেপ করবে তদন্তকারী সংস্থারা ৷ কাউকে আইন নিজের হাতে নিতে দেব না ৷ অশুভ শক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷ মানুষের শান্তিপূর্ণ ভাবে বসবাসের অধিকার আছে ৷ রাজনৈতিক দলগুলি, ভারত সরকার, রাজ্য সরকার, সাধারণ মানুষ একসঙ্গে গণতন্ত্রকে রক্ষা করবে ৷ আত্মনির্ভর ভারতের অন্তর্ভুক্ত আত্মনির্ভর বাংলা ৷ শান্তি প্রতিষ্ঠা হবে ৷ শান্তি প্রতিষ্ঠা হবে ৷ অপরাধীদের জেলে পাঠানো হবে ৷ এরকম ঘটনা আর ঘটবে না ৷"

Last Updated : Apr 4, 2023, 1:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.