ETV Bharat / state

ভোটের মুখে তৃণমূল কর্মীর দেহ উদ্ধার, রাজনৈতিক কারণে খুন ?

author img

By

Published : Mar 10, 2021, 1:26 PM IST

গতকাল তৃণমূল প্রার্থী মনোরঞ্জন ব্যাপারীর কর্মিসভা ছিল মগরার একটি লজে । সেই উদ্দেশে বাইক নিয়ে বের হন বছর পঁচিশের শেখ মাসুদ ৷

balagarh
balagarh

বলাগড়, 10 মার্চ : বাংলায় বিধানসভা ভোট শুরু হতে মাত্র 17টা দিন বাকি ৷ তার আগে হুগলির বলাগড়ে তৃণমূল কর্মীর দেহ উদ্ধার ঘিরে ছড়াল উত্তেজনা ৷ মৃত কর্মীর নাম শেখ মাসুদ ৷ স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, রাজনৈতিক কারণেই খুন হতে হয়েছে এলাকার সক্রিয় কর্মী শেখ মাসুদকে ৷

মগরার দিগসুই হোয়েরা পঞ্চায়েতের ডহর চাকুলি গ্রামের বাসিন্দা শেখ মাসুদ । গতকাল তৃণমূল প্রার্থী মনোরঞ্জন ব্যাপারীর কর্মিসভা ছিল মগরার একটি লজে । সেই উদ্দেশে বাইক নিয়ে বের হন বছর পঁচিশের শেখ মাসুদ ৷ কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি তিনি । পরিবারের তরফে নানা জায়গায় খোঁজাখুঁজি করলেও সন্ধান পাওয়া যায়নি । আজ সকালে বলাগড় থানার সাধু বাঙালি মাঠে মাসুদের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী ।

ভোটের মুখে তৃণমূল কর্মীর দেহ উদ্ধার

আরও পড়ুন : প্রচারে নেমে গোষ্ঠী কোন্দল নিয়ে মুখ খুললেন কৌশানী

মাসুদের পরিবারের দাবি, রাজনৈতিক কারণেই এই খুন । এলাকার তৃণমূল নেতৃত্বেরও একই দাবি ৷ পুলিশ সূত্রে খবর, একটি সাত ফুট উঁচু বাঁশের মাচার তলায় পড়েছিল ওই যুবকের দেহ । চোখের তলায় হালকা কাটা দাগ ছাড়া শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি । মৃতের পকেটে তাঁর মোটর বাইকের চাবি ও দেহের পাশে দাঁড় করানো মোটর বাইকটি উদ্ধার হয়েছে । ময়নাতদন্তের জন্য দেহটি চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়েছে । কী কারণে খুন তা খতিয়ে দেখছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.