ETV Bharat / state

সিঙ্গুরে প্রকাশ্যে খুন করে ছিনতাই, বিহার থেকে গ্রেফতার 2

author img

By

Published : Jun 25, 2021, 7:28 PM IST

সিঙ্গুরে নৃশংসভাবে হত্যা করে ছিনতাইয়ের ঘটনায় বিহার থেকে গ্রেফতার করা হল 2 জনকে ৷ তাদের আজ আদালতে পেশ করা হয় ৷

সিঙ্গুর হত্যাকাণ্ডে বিহার থেকে গ্রেফতার 2
সিঙ্গুর হত্যাকাণ্ডে বিহার থেকে গ্রেফতার 2

সিঙ্গুর, 25 জুন : সিঙ্গুরে প্রকাশ্যে খুন করে ছিনতাইয়ের ঘটনায় বিহার থেকে গ্রেফতার করা হল দু জনকে ৷ আজ তাদের আদালতে তোলা হয় ৷

ছিনতাই করতে এসে এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে দুই দুষ্কৃতী ৷ স্ত্রী, ছেলে-মেয়ের সামনেই নৃশংসভাবে হত্যা করে, মোবাইল-সহ টাকাকড়ি ছিনতাই করে নিয়ে যায় তারা ৷ এরপরই তদন্তে নামে হুগলি গ্রামীণ পুলিশ ও সিঙ্গুর থানার পুলিশ ৷ সাত দিনের মধ্যে বিহার থেকে অভিযুক্ত 2 জনকে গ্রেফতার করা হয়েছে ।

ধৃতদের একজনের নাম মহম্মদ ইরশাদ আলম, তার বাড়ি সিঙ্গুরে জয়মোল্লা এলাকায় । অপরজনের নাম ইনজামামুল হক, তার বাড়ি বিহারের বৈশালী জেলার নওয়াগঞ্জ এলাকায় । এদের 2 জনকেই বিহারের সমস্তিপুর থেকে গ্ৰেফতার করে পুলিশ । যে বাইকে চড়ে তারা খুন করেছিল, সেটিও উদ্ধার করা হয়েছে । তবে এখনও আগ্নেয়াস্ত্রের খোঁজ পাওয়া যায়নি । শুক্রবার চন্দননগর আদালতে তোলা হয় দুই অভিযুক্তকে ।

আরও পড়ুন: পরকীয়া ও রাজ্যপাল, আমের আচারের মতো হয়ে গিয়েছে : মদন মিত্র

গত 18 জুন শ্বশুরবাড়ি থেকে স্ত্রী, ছেলে-মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন মনোজ মণ্ডল । দুর্গাপুর এক্সপ্রেসওয়ের থেকে সিঙ্গুরের সিংহের ভেরি গ্রামে ঢুকতেই একটি বাইক নিয়ে তাঁদের পথ আটকায় দুই দুষ্কৃতী । টাকা, গয়না, মোবাইল ছিনতাই করার চেষ্টা করে তারা । তাতে বাধা দেন মনোজ মণ্ডল । সঙ্গে সঙ্গে তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা । পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন । তারপরই তদন্ত শুরু করে সিঙ্গুর থানার পুলিশ ।

আরও পড়ুন : প্রাক্তন তো প্রসেনজিত্, আমার প্রাক্তন বান্ধবীও নেই, প্রাক্তন দলও নেই ; শোভন-প্রশ্নে জবাব মদনের

সূত্রে খবর, এলাকার সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করা হয় । মোবাইল টাওয়ার লোকেশন ধরে বিহারের সমস্তিপুর এলাকা থেকে বাইক-সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে, মহম্মদ ইরশাদ আলমের বাবা আবুল হাসানের সিঙ্গুর এলাকায় একটি টায়ার সরানোর দোকান আছে । আবুল হাসানের বাড়ি বিহারে হলেও মহম্মদ ইরশাদ আলম সিঙ্গুরে বাস করত । ছিনতাই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে বলে পুলিশের ধারণা । আজ ধৃতদের আদালতে তোলা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.